মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি: মুম্বইয়ে রেড অ্যালার্ট, মৃত অন্তত ৮
- আপডেট : ১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 190
পুবের কলম ওয়েবডেস্ক: অতিবৃষ্টিতে তছনছ মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। মঙ্গলবার নান্দেদ জেলায় অল্প সময়ে মেঘভাঙা বৃষ্টির মতো প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, এ ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে প্রায় ১২ থেকে ১৪ লক্ষ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বহু গবাদি পশুও মারা গেছে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, সামগ্রিক ভাবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মুম্বই শহরেই প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এই অতিবৃষ্টির জেরে শহরতলির ট্রেন পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। প্রতিটি ট্রেন ২০ থেকে ৩০ মিনিট দেরিতে চলছে। বিপজ্জনকভাবে ফুলে উঠেছে মিঠি নদী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ব্যক্তিগতভাবে বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন। ইতিমধ্যেই সরকারি অফিস এবং স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ফড়নবীশ সতর্ক করে বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার জোয়ারের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এদিকে, মুম্বইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর আড়াইটে পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় সান্তাক্রুজে বৃষ্টিপাত হয়েছে ১৫১.৪ মিলিমিটার। তার আগের রাত থেকে সকাল পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছিল ২৩৮.২ মিলিমিটার। ভিক্রোলি, জুহু, বাইকুল্লা, বান্দ্রা, কোলাবা সহ অন্যান্য এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রচণ্ড বর্ষণের ফলে মুম্বইয়ের বহু নিচু এলাকায় জল জমে গেছে। আবহাওয়ার প্রভাবে কমপক্ষে আটটি ফ্লাইট মুম্বই থেকে সুরাট, আহমেদাবাদ এবং হায়দরাবাদে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বোম্বে হাইকোর্টেও বিচার কার্যক্রম শুরু হয়েছে দেরিতে।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত মুম্বই, থানে, রায়গড়, রত্নগিরি, পালঘর এবং ঘাট অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ফড়নবীশ বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠকের পরে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা মহারাষ্ট্রের জন্য অত্যন্ত ‘ক্রিটিকাল’।









































