০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বার গর্ভপাত করাতে বাধ্য! আত্মঘাতী মহিলা, গ্রেফতার লিভ ইন পার্টনার  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক:  ১৪ বার গর্ভপাত! লিভ ইন পার্টনারের সঙ্গে থাকা এক মহিলার সঙ্গে এই রকই ঘটনা ঘটেছে দিল্লিতে। বার বার জোর করে গর্ভপাত করতে বাধ্য করা হয় তাকে। এর পর  জীবন শেষ করে দেওয়ার মর্মান্তিক পরিণতি বেছে নেন ওই মহিলা। আত্মহত্যা করেন তিনি। গ্রেফতার অভিযুক্ত।

পুলিশ সূত্রের খবর, গত ৫ জুলাই দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার ঘটনা। পুলিশ তার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

আরও পড়ুন: দিল্লি ৬৬ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে

সূত্রের খবর, ওই মহিলা এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন-এ থাকতেন দীর্ঘ সময় ধরে। অভিযুক্ত ব্যক্তি বিয়ের অজুহাতে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। বার বার গর্ভবতী হয়ে পড়েন তিনি। কিন্তু ১৪ বার ওই মহিলাকে গর্ভপাত করতে বাধ্য করেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছের মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদ শুরু, বঞ্চনার অভিযোগে সরব বাসিন্দারা

সুইসাইড নোটে ওই মহিলা লিখেছেন, ‘তার সঙ্গে থাকা ব্যক্তি তাকে বিয়ে করতে অস্বীকার করেন। নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না’।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলন এ বার দিল্লিতেও, শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা ‘যোগ্য’দের

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি একটি সফটওয়ার্ক ফার্মে কর্মরত। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গত ৫ জুলাই পুলিশ একটি পিসিআর কল পান। সেই ফোনেই কোনও ব্যক্তি ফোন করে এই আত্মহত্যা ঘটনার কথা জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ঈশা পাণ্ডে জানিয়েছেন, দেহ উদ্ধার করে এইমস-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। ময়নাতদন্তে পর মৃতার  দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৪ বার গর্ভপাত করাতে বাধ্য! আত্মঘাতী মহিলা, গ্রেফতার লিভ ইন পার্টনার  

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ১৪ বার গর্ভপাত! লিভ ইন পার্টনারের সঙ্গে থাকা এক মহিলার সঙ্গে এই রকই ঘটনা ঘটেছে দিল্লিতে। বার বার জোর করে গর্ভপাত করতে বাধ্য করা হয় তাকে। এর পর  জীবন শেষ করে দেওয়ার মর্মান্তিক পরিণতি বেছে নেন ওই মহিলা। আত্মহত্যা করেন তিনি। গ্রেফতার অভিযুক্ত।

পুলিশ সূত্রের খবর, গত ৫ জুলাই দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার ঘটনা। পুলিশ তার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

আরও পড়ুন: দিল্লি ৬৬ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে

সূত্রের খবর, ওই মহিলা এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন-এ থাকতেন দীর্ঘ সময় ধরে। অভিযুক্ত ব্যক্তি বিয়ের অজুহাতে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। বার বার গর্ভবতী হয়ে পড়েন তিনি। কিন্তু ১৪ বার ওই মহিলাকে গর্ভপাত করতে বাধ্য করেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাছের মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদ শুরু, বঞ্চনার অভিযোগে সরব বাসিন্দারা

সুইসাইড নোটে ওই মহিলা লিখেছেন, ‘তার সঙ্গে থাকা ব্যক্তি তাকে বিয়ে করতে অস্বীকার করেন। নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না’।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলন এ বার দিল্লিতেও, শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা ‘যোগ্য’দের

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি একটি সফটওয়ার্ক ফার্মে কর্মরত। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গত ৫ জুলাই পুলিশ একটি পিসিআর কল পান। সেই ফোনেই কোনও ব্যক্তি ফোন করে এই আত্মহত্যা ঘটনার কথা জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ঈশা পাণ্ডে জানিয়েছেন, দেহ উদ্ধার করে এইমস-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। ময়নাতদন্তে পর মৃতার  দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।