১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের সাংবাদিক বৈঠক বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং

চামেলি দাস
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 197

পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বিকালে ফের সাংবাদিক বৈঠক করেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। পাকিস্তান শুরু করেছে বলে সাংবাদিক বৈঠকের প্রথমেই সাফ জানিয়ে দেন তিনি। তিনি বলেন, শুরুটা আমরা করিনি। শুরুটা হয়েছিল গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাধ্যমে। পাকিস্তান কীভাবে দিনের পর দিন জঙ্গিদের মদত দিয়েছে সে কথাও বৈঠকে তুলে ধরেন তিনি। বিদেশ সচিব আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। এখনও কথা চলছে। তিনি আরও বলেন, পহেলগাঁওয়ের ঘটনা নৃশংস। আত্মরক্ষার স্বার্থে আমাদের প্রত্যাঘাত করার অধিকার আছে সেটা মেনে নেওয়া হচ্ছে। অপারেশন সিঁদুরের ফলে কতজন জঙ্গি মারা গেছে প্রশ্নের উত্তরে বিদেশ সচিব জানান, এই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত নেই। অপারেশনের পর মাত্র ৩৬ ঘণ্টা পেরিয়েছে। ধৈর্য ধরুন। আরও তথ্য সামনে আসবে। বিদেশসচিব বলেন পাকিস্তানই সবটা শুরু করেছে। আমরা তার জবাব দিচ্ছি। পাকিস্তান আরও কিছু করতে চায়, তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। আত্মরক্ষার স্বার্থে ভারতের এই হামলা করার অধিকার আছে বলে তিনি জানান। ভারতের রাফায়েল ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে বিদেশ সচিব বলেন এতে অবাক হওয়ার কিছু নেই। রাষ্ট্রপুঞ্জেও তারা মিথ্যা কথা বলে। ৭৫ বছর আগে এসব শুরু করেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক চলার দাবি করেন পাকিস্তানের মন্ত্রী। বিদেশ সচিব জানালেন এমন কোনও তথ্য তাঁর জানা নেই। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তার বাইরে অপারেশন নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হবে না বলে জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

 

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের সাংবাদিক বৈঠক বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বিকালে ফের সাংবাদিক বৈঠক করেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। পাকিস্তান শুরু করেছে বলে সাংবাদিক বৈঠকের প্রথমেই সাফ জানিয়ে দেন তিনি। তিনি বলেন, শুরুটা আমরা করিনি। শুরুটা হয়েছিল গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাধ্যমে। পাকিস্তান কীভাবে দিনের পর দিন জঙ্গিদের মদত দিয়েছে সে কথাও বৈঠকে তুলে ধরেন তিনি। বিদেশ সচিব আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। এখনও কথা চলছে। তিনি আরও বলেন, পহেলগাঁওয়ের ঘটনা নৃশংস। আত্মরক্ষার স্বার্থে আমাদের প্রত্যাঘাত করার অধিকার আছে সেটা মেনে নেওয়া হচ্ছে। অপারেশন সিঁদুরের ফলে কতজন জঙ্গি মারা গেছে প্রশ্নের উত্তরে বিদেশ সচিব জানান, এই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত নেই। অপারেশনের পর মাত্র ৩৬ ঘণ্টা পেরিয়েছে। ধৈর্য ধরুন। আরও তথ্য সামনে আসবে। বিদেশসচিব বলেন পাকিস্তানই সবটা শুরু করেছে। আমরা তার জবাব দিচ্ছি। পাকিস্তান আরও কিছু করতে চায়, তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। আত্মরক্ষার স্বার্থে ভারতের এই হামলা করার অধিকার আছে বলে তিনি জানান। ভারতের রাফায়েল ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে বিদেশ সচিব বলেন এতে অবাক হওয়ার কিছু নেই। রাষ্ট্রপুঞ্জেও তারা মিথ্যা কথা বলে। ৭৫ বছর আগে এসব শুরু করেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক চলার দাবি করেন পাকিস্তানের মন্ত্রী। বিদেশ সচিব জানালেন এমন কোনও তথ্য তাঁর জানা নেই। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তার বাইরে অপারেশন নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হবে না বলে জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

 

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ