০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাসারামে রাম-নবমীতে সংঘর্ষে গ্রেফতার বিজেপির প্রাক্তন বিধায়ক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিহারের সাসারামে রাম-নবমীর সংঘর্ষের ঘটনায় প্রাক্তন বিধায়ক জওহর প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জওহরকে ফাঁসানো হয়েছে বলে মহাগঠবন্ধনের (জেডিইউ-আরজেডি, কংগ্রেস, অন্যান্য দল)এর দিকে অভিযোগের আঙুল তুলে বলেছে বিজেপি। জওহরের গ্রেফতারকে ঘিরে নতুন করে বিজেপি ও নীতীশ কুমারের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে।

এদিকে নীতীশ কুমার রাজনৈতিক প্রতিহিংসার কথা অস্বীকার করে বলেছেন, জওহর প্রসাদের জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা সুশীল কুমার মোদি বলেন, রাম নবমী মিছিলের পরে যে সহিংসতা হয়েছিল তাতে বিজেপিকে জড়িত করার জন্য প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৪ সালে আইএএস অফিসার জি কৃষ্ণাইয়া হত্যায় দোষী সাব্যস্ত হওয়া ডন আনন্দ মোহনকে মুক্তি দেওয়ার জন্য তিনি নীতীশ কুমারের নিন্দা করেন।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

সুশীল কুমার মোদির কটুক্তির জবাবে জেডিইউ নেতা খালিদ আনওয়ার বলেন, সাসারাম সহিংসতার সঙ্গে তাদেরই গ্রেফতার করা হয়েছে যাদের এই ঘটনায় স্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা লঙ্ঘনের ক্ষেত্রে সরকার শূন্য সহনশীলতার অবস্থান নিয়েছে।
আরজেডি মুখপাত্র এজাজ আহমেদ বলেন, বিজেপি নেতারা ইচ্ছাকৃত ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

উল্লেখ্য, বিহারের সাসারামে রামনবমীতে সংহিসতাকে ঘিরে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ১৪৪ ধারা জারি হয়। এর পরেই নীতীশ সরকার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সতর্ক থেকে অসামাজিক কাজ কর্মের বিরুদ্ধে ব্যবস্থা সহ গুজব ছড়ানো বন্ধে কড়া নজরদারির নির্দেশ দেন।
রাম নবমীতে সাসারাম ছাড়াও নালন্দা সহ রাজ্যের অন্যান্য জায়গায়ও সহিংসতা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাসারামে রাম-নবমীতে সংঘর্ষে গ্রেফতার বিজেপির প্রাক্তন বিধায়ক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিহারের সাসারামে রাম-নবমীর সংঘর্ষের ঘটনায় প্রাক্তন বিধায়ক জওহর প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জওহরকে ফাঁসানো হয়েছে বলে মহাগঠবন্ধনের (জেডিইউ-আরজেডি, কংগ্রেস, অন্যান্য দল)এর দিকে অভিযোগের আঙুল তুলে বলেছে বিজেপি। জওহরের গ্রেফতারকে ঘিরে নতুন করে বিজেপি ও নীতীশ কুমারের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে।

এদিকে নীতীশ কুমার রাজনৈতিক প্রতিহিংসার কথা অস্বীকার করে বলেছেন, জওহর প্রসাদের জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা সুশীল কুমার মোদি বলেন, রাম নবমী মিছিলের পরে যে সহিংসতা হয়েছিল তাতে বিজেপিকে জড়িত করার জন্য প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৪ সালে আইএএস অফিসার জি কৃষ্ণাইয়া হত্যায় দোষী সাব্যস্ত হওয়া ডন আনন্দ মোহনকে মুক্তি দেওয়ার জন্য তিনি নীতীশ কুমারের নিন্দা করেন।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

সুশীল কুমার মোদির কটুক্তির জবাবে জেডিইউ নেতা খালিদ আনওয়ার বলেন, সাসারাম সহিংসতার সঙ্গে তাদেরই গ্রেফতার করা হয়েছে যাদের এই ঘটনায় স্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা লঙ্ঘনের ক্ষেত্রে সরকার শূন্য সহনশীলতার অবস্থান নিয়েছে।
আরজেডি মুখপাত্র এজাজ আহমেদ বলেন, বিজেপি নেতারা ইচ্ছাকৃত ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

উল্লেখ্য, বিহারের সাসারামে রামনবমীতে সংহিসতাকে ঘিরে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ১৪৪ ধারা জারি হয়। এর পরেই নীতীশ সরকার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সতর্ক থেকে অসামাজিক কাজ কর্মের বিরুদ্ধে ব্যবস্থা সহ গুজব ছড়ানো বন্ধে কড়া নজরদারির নির্দেশ দেন।
রাম নবমীতে সাসারাম ছাড়াও নালন্দা সহ রাজ্যের অন্যান্য জায়গায়ও সহিংসতা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’