০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৫৩ তেই প্রয়াত মুম্বাইয়ের প্রাক্তন কোচ জর্জ কোস্তা

মারুফা খাতুন
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্ক : মাত্র ৫৩ বছর বয়সেই প্রয়াত হলেন মুম্বাই সিটি এর প্রাক্তন কোচ জর্জ কোস্তা। ২০১৮ থেকে ২০২০ এই দুই বছরের ফুটবল মরশুমে মুম্বাই সিটি এফসি কে তিনি নতুন করে চিনিয়েছিলেন আই এস এল এর আঙ্গিনায়। দুটো ফুটবল মরশুমে মুম্বইকে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে নিয়ে এসেছিলেন তিনি।

পর্তুগাল ফুটবলে তার অবদান ছিল অনস্বীকার্য। একটা সময় এফসি পোর্তর কথা উঠলেই উঠে আসত জর্জ কস্তার নাম। পর্তুগালের এই ফুটবল দলের হয়ে তিনি ৩৮৩টি ম্যাচ খেলেছেন। ২০০৩ সালে পোর্তর উয়েফা কাপ জয় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন জর্জ কোস্তা।

চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। পর্তুগালের জাতীয় দলের হয়ে ৫০ টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন তিনটি । মঙ্গলবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জর্জ কোস্তার মৃত্যুতে শোকাহত ইউরোপিয়ান ফুটবল। মুম্বাই সিটি এফসির তরফ থেকে তার মৃত্যুতে শোক বার্তাও দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ৫৩ তেই প্রয়াত মুম্বাইয়ের প্রাক্তন কোচ জর্জ কোস্তা

আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : মাত্র ৫৩ বছর বয়সেই প্রয়াত হলেন মুম্বাই সিটি এর প্রাক্তন কোচ জর্জ কোস্তা। ২০১৮ থেকে ২০২০ এই দুই বছরের ফুটবল মরশুমে মুম্বাই সিটি এফসি কে তিনি নতুন করে চিনিয়েছিলেন আই এস এল এর আঙ্গিনায়। দুটো ফুটবল মরশুমে মুম্বইকে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে নিয়ে এসেছিলেন তিনি।

পর্তুগাল ফুটবলে তার অবদান ছিল অনস্বীকার্য। একটা সময় এফসি পোর্তর কথা উঠলেই উঠে আসত জর্জ কস্তার নাম। পর্তুগালের এই ফুটবল দলের হয়ে তিনি ৩৮৩টি ম্যাচ খেলেছেন। ২০০৩ সালে পোর্তর উয়েফা কাপ জয় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন জর্জ কোস্তা।

চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। পর্তুগালের জাতীয় দলের হয়ে ৫০ টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন তিনটি । মঙ্গলবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জর্জ কোস্তার মৃত্যুতে শোকাহত ইউরোপিয়ান ফুটবল। মুম্বাই সিটি এফসির তরফ থেকে তার মৃত্যুতে শোক বার্তাও দেওয়া হয়েছে।