১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগ-সহ ১৪ দফা দাবিতে ফ্র্যাটারনিটি মুভমেন্টের মিছিল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২২, বুধবার
  • / 31

পুবের কলম প্রতিবেদক: বিভিন্ন চাকরির পরীক্ষার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং সেই কাজে যুক্তদের শাস্তির দাবিতে কলকাতার রাজপথে গর্জে উঠল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ছাত্র-যুব শাখা ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া। তারা মিছিল করে এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেছে। সংগঠনের অভিযোগ, কলকাতা হাইকোর্টে একের পর এক রাজ্যের নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হতেই এই নিয়োগ দুর্নীতি ব্যাপম কেলেঙ্কারির মতোই দানবীয় আকার ধারণ করছে। এতদসত্ত্বেও রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে নির্বিকার ও দুর্ভাগ্যজনকভাবে অসংবেদনশীল।

এ দিন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার বিক্ষোভ মিছিল হয়। বেলা ১টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ছাত্র-যুবদের মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে: ব্রাত্য বসু

এ দিনের বিক্ষোভ মিছিলে পা মেলান ফ্র্যাটারনিটির কেন্দ্রীয় সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সভাপতি মুহাম্মদ আরমান আলি, রাজ্য সম্পাদকবৃন্দ নাসির সেখ, নয়িম সেখ, রিন্টু লোহার, জুলফিক্কার আলি মোল্লা, আমিনুল ইসলাম। এ ছাড়াও ছিলেন ওয়েলফেয়ার পার্টির শাহাজাদি পারভীন, আবু তাহের আনসারি, সেখ মোজাফফর, মাহিনুর জামান প্রমুখ।

এ দিনের কর্মসূচি নিয়ে সংগঠনের রাজ্য সভাপতি মুহাম্মদ আরমান আলি রাজ্য বলেন, রাজ্যের বিভিন্ন দফতরে লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও আজ বাংলায় নেই নিয়োগের বিজ্ঞপ্তি। অন্যদিকে, ক্ষমতার মসনদে টিকে থাকার সংকীর্ণ কায়েমী স্বার্থ চরিতার্থ করতে নানাভাবে যৎসামান্য ভাতা প্রদানের মাধ্যমে ভোট সংগ্রহের অপচেষ্টা চলছে। আমরা আরও মনে করি, রাজ্যের ন্যক্কারজনক কায়েমি স্বার্থবাদী সিদ্ধান্তের ফলে আগামী দিনে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি তাদের স্বশাসন হারিয়ে রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে পরিচালিত হবে এবং সেখানে ছাত্র ভর্তি, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ থেকে শুরু করে গবেষণা ও স্কলারশিপের মতো সকল বিষয়ে আরও বেশি বেশি দুর্নীতির সম্ভাবনা তৈরি হবে।

অন্যদিকে, স্কুলে চাকরির দাবিতে একদল চাকরিপ্রার্থী এ দিন নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে যান। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষক নিয়োগ-সহ ১৪ দফা দাবিতে ফ্র্যাটারনিটি মুভমেন্টের মিছিল

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: বিভিন্ন চাকরির পরীক্ষার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং সেই কাজে যুক্তদের শাস্তির দাবিতে কলকাতার রাজপথে গর্জে উঠল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ছাত্র-যুব শাখা ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া। তারা মিছিল করে এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেছে। সংগঠনের অভিযোগ, কলকাতা হাইকোর্টে একের পর এক রাজ্যের নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হতেই এই নিয়োগ দুর্নীতি ব্যাপম কেলেঙ্কারির মতোই দানবীয় আকার ধারণ করছে। এতদসত্ত্বেও রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে নির্বিকার ও দুর্ভাগ্যজনকভাবে অসংবেদনশীল।

এ দিন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার বিক্ষোভ মিছিল হয়। বেলা ১টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ছাত্র-যুবদের মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে: ব্রাত্য বসু

এ দিনের বিক্ষোভ মিছিলে পা মেলান ফ্র্যাটারনিটির কেন্দ্রীয় সম্পাদক আবু জাফর মোল্লা, রাজ্য সভাপতি মুহাম্মদ আরমান আলি, রাজ্য সম্পাদকবৃন্দ নাসির সেখ, নয়িম সেখ, রিন্টু লোহার, জুলফিক্কার আলি মোল্লা, আমিনুল ইসলাম। এ ছাড়াও ছিলেন ওয়েলফেয়ার পার্টির শাহাজাদি পারভীন, আবু তাহের আনসারি, সেখ মোজাফফর, মাহিনুর জামান প্রমুখ।

এ দিনের কর্মসূচি নিয়ে সংগঠনের রাজ্য সভাপতি মুহাম্মদ আরমান আলি রাজ্য বলেন, রাজ্যের বিভিন্ন দফতরে লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও আজ বাংলায় নেই নিয়োগের বিজ্ঞপ্তি। অন্যদিকে, ক্ষমতার মসনদে টিকে থাকার সংকীর্ণ কায়েমী স্বার্থ চরিতার্থ করতে নানাভাবে যৎসামান্য ভাতা প্রদানের মাধ্যমে ভোট সংগ্রহের অপচেষ্টা চলছে। আমরা আরও মনে করি, রাজ্যের ন্যক্কারজনক কায়েমি স্বার্থবাদী সিদ্ধান্তের ফলে আগামী দিনে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি তাদের স্বশাসন হারিয়ে রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে পরিচালিত হবে এবং সেখানে ছাত্র ভর্তি, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ থেকে শুরু করে গবেষণা ও স্কলারশিপের মতো সকল বিষয়ে আরও বেশি বেশি দুর্নীতির সম্ভাবনা তৈরি হবে।

অন্যদিকে, স্কুলে চাকরির দাবিতে একদল চাকরিপ্রার্থী এ দিন নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে যান। পরে অবশ্য পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।