ডুরান্ডে বিনামূল্যে টিকিট

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 30
পুবের কলম, ওয়েব ডেস্ক: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপকে আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক চমক দিয়ে চলেছে ডুরান্ড কমিটি। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়াম থেকে সাংবাদিক সম্মেলনে ডুরান্ড কমিটি জানিয়েছিল এবারের প্রতিযোগিতার পুরস্কারমূল্য দ্বিগুন বাড়ানো হয়েছে। বিগ বি অমিতাভ বচ্চনকে দিয়ে আর বেশি দর্শককে আহ্বান জানানো হয়েছে ডুরান্ডে।
আর এবার ডুরান্ড কমিটি থেকে ঘোষণা করা হয়েছে জামশেদপুরে যে ম্যাচগুলি রয়েছে সেগুলিতে দর্শকরা বিনা মূল্যে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এর জন্য কোনও টিকিটের মূল্য রাখা হচ্ছে না।
জামশেদপুর স্টেডিয়ামে দর্শক আসন ২২ হাজারের কিছু বেশি। আর এই এত সংখ্যক আসনে বিনা মূল্যেই দর্শকরা যাতে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা করছে ডুরান্ড কমিটি। তবে বিনা টিকিটে ঢুকতে পারবেন না দর্শকরা।
শুধু টিকিটের কোনও মূল্য থাকছে না। সেগুলি ফ্রি দেওয়া হবে। আগে এলে আগে টিকিট পাওয়া যাবে, এই পদ্ধতিতেই জামশেদপুরে টিকিট দেওয়া হবে। উল্লেখ্য এবারের ডুরান্ডে জামশেদপুরে খেলবে চারটি দল। জামশেদপুর এফসি, নেপালের ত্রিভূবন আর্মি, ইন্ডিয়ান আর্মি ও লাদাখ এফসি।