০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা বাকস্বাধীনতা, শীর্ষ আদালতে স্বস্তি কমল হাসানের

আবুল খায়ের
  • আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 246

পুবের কলম ওয়েব ডেস্কঃ কোনও বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার অংশ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কর্ণাটক সরকারের তীব্র ভর্ৎসনা করে কমল হাসান অভিনীত ‘ঠাগ লাইফ’ সে রাজ্যে মুক্তির অনুমতি দিয়েছে। শীর্ষ আদালত হলফনামা দাখিলের জন্য একদিনের সময় দিয়েছে কর্ণাটক সরকারকে। ২০ জুন এই মামলার পরবর্তী শুনানি।

মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ মুক্তির উপর বিচার বহির্ভূত নিষেধাজ্ঞা জারি করেছিল কর্ণাটক সরকার। কর্ণাটক সরকারের কাছে জবাব চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পরিচালক। মঙ্গলবার বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সার্টিফিকেট থাকা যেকোনো সিনেমাকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং রাজ্যকে তার প্রদর্শন নিশ্চিত করতে হবে।

বিচারপতি ভূঁইয়া বম্বে হাইকোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে বলেন, “ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেই আপনারা তা বন্ধ করতে পারবেন না। এটাই বাক ও মত প্রকাশের স্বাধীনতা”। এরপরেই বিচারপতি বলেন, “আমরা জনতা এবং নিরাপত্তারক্ষীদের রাস্তা দখল করতে দিতে পারি না। আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে। যদি কেউ বিবৃতি দিয়ে থাকে, পাল্টা বিবৃতি দিয়ে জবাব দিন। যদি কেউ লিখিতভাবে কিছু বলে থাকে, তাহলে লিখিতভাবে জবাব দিন”।

আরও পড়ুন: রাস্তায় পায়রাকে খাওয়ানোই ফৌজদারি মামলা দায়ের মুম্বাইয়ে

বিচারপতি মনমোহন বলেন, “আইনের শাসন দাবি করে যে কোনও ব্যক্তিকে তার চলচ্চিত্র মুক্তির অনুমতি দেওয়া উচিত। সিনেমা হল পুড়িয়ে দেওয়ার ভয়ের কারণে চলচ্চিত্রগুলি মুক্তি পাবে না, এমনটা হতে পারে না। মানুষ নাও আসতে পারে, ছবিটি নাও দেখতে পারে। এটা অন্য বিষয়। এটি তাদের উপর নির্ভর করে। আমরা এমন কোনও আদেশও দিচ্ছি না যে দয়া করে ছবিটি দেখুন। তবে ছবিটি মুক্তি দিতে হবে”।

আরও পড়ুন: তামিলে রাজ্যসভায় শপথবাক্য পাঠ অভিনেতা কমল হাসানের

বিচারপতি আরও জানান, “এটি উন্নত উজ্জ্বল রাজ্য। আমি নিশ্চিত যে জনতা এবং নজরদারিকারী গোষ্ঠীগুলিকে রাস্তা দখল করতে দেবে না”।

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

উল্লেখ্য, সিনেমার অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে কমল হাসানের একটি মন্তব্যকে ঘিরে কর্ণাটকে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ৷ অভিনেতা বলেছিলেন, “কন্নড় ভাষার জন্ম তামিল থেকে ৷” হাসানের এই মন্তব্য বহু মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে ৷ এই বিতর্কের জল ক্রমশ ঘোলা হতে থাকে ৷ এমনকী, কমল হাসানকে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয় ৷

কন্নড় ভাষার উৎপত্তি সম্পর্কে হাসানের মন্তব্য নিয়ে বিতর্কের পর ছবির প্রযোজক, রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল, কর্ণাটক হাইকোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেছিল। তবে, কর্ণাটক হাইকোর্ট কমল হাসানকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিল ৷ কিন্তু অভিনেতা-রাজনীতিবিদ স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না ৷ এরপরেই কর্ণাটক সরকার সে রাজ্যে ‘ঠাগ লাইফ’ ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা বাকস্বাধীনতা, শীর্ষ আদালতে স্বস্তি কমল হাসানের

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কোনও বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার অংশ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কর্ণাটক সরকারের তীব্র ভর্ৎসনা করে কমল হাসান অভিনীত ‘ঠাগ লাইফ’ সে রাজ্যে মুক্তির অনুমতি দিয়েছে। শীর্ষ আদালত হলফনামা দাখিলের জন্য একদিনের সময় দিয়েছে কর্ণাটক সরকারকে। ২০ জুন এই মামলার পরবর্তী শুনানি।

মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ মুক্তির উপর বিচার বহির্ভূত নিষেধাজ্ঞা জারি করেছিল কর্ণাটক সরকার। কর্ণাটক সরকারের কাছে জবাব চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পরিচালক। মঙ্গলবার বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সার্টিফিকেট থাকা যেকোনো সিনেমাকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং রাজ্যকে তার প্রদর্শন নিশ্চিত করতে হবে।

বিচারপতি ভূঁইয়া বম্বে হাইকোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে বলেন, “ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেই আপনারা তা বন্ধ করতে পারবেন না। এটাই বাক ও মত প্রকাশের স্বাধীনতা”। এরপরেই বিচারপতি বলেন, “আমরা জনতা এবং নিরাপত্তারক্ষীদের রাস্তা দখল করতে দিতে পারি না। আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে। যদি কেউ বিবৃতি দিয়ে থাকে, পাল্টা বিবৃতি দিয়ে জবাব দিন। যদি কেউ লিখিতভাবে কিছু বলে থাকে, তাহলে লিখিতভাবে জবাব দিন”।

আরও পড়ুন: রাস্তায় পায়রাকে খাওয়ানোই ফৌজদারি মামলা দায়ের মুম্বাইয়ে

বিচারপতি মনমোহন বলেন, “আইনের শাসন দাবি করে যে কোনও ব্যক্তিকে তার চলচ্চিত্র মুক্তির অনুমতি দেওয়া উচিত। সিনেমা হল পুড়িয়ে দেওয়ার ভয়ের কারণে চলচ্চিত্রগুলি মুক্তি পাবে না, এমনটা হতে পারে না। মানুষ নাও আসতে পারে, ছবিটি নাও দেখতে পারে। এটা অন্য বিষয়। এটি তাদের উপর নির্ভর করে। আমরা এমন কোনও আদেশও দিচ্ছি না যে দয়া করে ছবিটি দেখুন। তবে ছবিটি মুক্তি দিতে হবে”।

আরও পড়ুন: তামিলে রাজ্যসভায় শপথবাক্য পাঠ অভিনেতা কমল হাসানের

বিচারপতি আরও জানান, “এটি উন্নত উজ্জ্বল রাজ্য। আমি নিশ্চিত যে জনতা এবং নজরদারিকারী গোষ্ঠীগুলিকে রাস্তা দখল করতে দেবে না”।

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

উল্লেখ্য, সিনেমার অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে কমল হাসানের একটি মন্তব্যকে ঘিরে কর্ণাটকে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ৷ অভিনেতা বলেছিলেন, “কন্নড় ভাষার জন্ম তামিল থেকে ৷” হাসানের এই মন্তব্য বহু মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে ৷ এই বিতর্কের জল ক্রমশ ঘোলা হতে থাকে ৷ এমনকী, কমল হাসানকে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয় ৷

কন্নড় ভাষার উৎপত্তি সম্পর্কে হাসানের মন্তব্য নিয়ে বিতর্কের পর ছবির প্রযোজক, রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল, কর্ণাটক হাইকোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেছিল। তবে, কর্ণাটক হাইকোর্ট কমল হাসানকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিল ৷ কিন্তু অভিনেতা-রাজনীতিবিদ স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না ৷ এরপরেই কর্ণাটক সরকার সে রাজ্যে ‘ঠাগ লাইফ’ ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।