০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রানির জন্য পতাকা  নামাতে অস্বীকৃতি  ফরাসি মেয়রদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 44

 

 

আরও পড়ুন: পাকিস্তানে তেলের অভাবে বন্ধ ট্রেন পরিষেবা, মানতে নারাজ রেল কর্তৃপক্ষ

পুবের কলম ওয়েবডেস্কঃ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে অস্বীকৃতি জানালেন ফ্রান্সের কয়েকজন মেয়র। তাঁদের মতে, ফ্রান্সের প্রজাতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে রাজতন্ত্রের কোনও মিল নেই। উল্লেখ্য, রানির প্রয়াণের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রথম শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। রানিকে ‘ক্যুইন অফ হার্টস’ বলে উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট বাসভবন এলিসি প্রাসাদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে ফ্রান্সের বামপন্থী মেয়ররা এটি করতে নারাজ। সোশ্যালিস্ট পার্টির মেয়র ইয়ান গালুত বলেন, ‘এই আবেদন আমার কাছে অবিশ্বাস্য। আমি আমার ইংরেজ মিত্রদের দু:খ বুঝতে পারছি। তবে আমি মিউনিসিপ্যাল ভবনে পতাকা অর্ধনমিত করব না।’ আরও বলেন, ‘আমরা একটি প্রজাতান্ত্রিক দেশ। আমরা কেন কোনও বিদেশের রানিকে শ্রদ্ধা জানাব?’ লা ফ্রান্স ইনসমিস পার্টির মেয়র প্যাট্রিক প্রয়সি বলেন, ‘আমি এই আদেশ মানি না। সব দেশের প্রধান মারা গেলে কী এটা করা হয়?’ প্রয়সি আরও বলেন, ‘আমাদের স্কুলগুলিতে পতাকা অর্ধনমিত করার যুক্তি কী? স্কুলের নীতিবাক্য হল: স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব।’

আরও পড়ুন: ভোট দিতে বাধা দিলে, দল থেকে বহিষ্কারঃ কড়া বার্তা তৃণমূলের

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রানির জন্য পতাকা  নামাতে অস্বীকৃতি  ফরাসি মেয়রদের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: পাকিস্তানে তেলের অভাবে বন্ধ ট্রেন পরিষেবা, মানতে নারাজ রেল কর্তৃপক্ষ

পুবের কলম ওয়েবডেস্কঃ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে অস্বীকৃতি জানালেন ফ্রান্সের কয়েকজন মেয়র। তাঁদের মতে, ফ্রান্সের প্রজাতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে রাজতন্ত্রের কোনও মিল নেই। উল্লেখ্য, রানির প্রয়াণের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রথম শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। রানিকে ‘ক্যুইন অফ হার্টস’ বলে উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট বাসভবন এলিসি প্রাসাদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে ফ্রান্সের বামপন্থী মেয়ররা এটি করতে নারাজ। সোশ্যালিস্ট পার্টির মেয়র ইয়ান গালুত বলেন, ‘এই আবেদন আমার কাছে অবিশ্বাস্য। আমি আমার ইংরেজ মিত্রদের দু:খ বুঝতে পারছি। তবে আমি মিউনিসিপ্যাল ভবনে পতাকা অর্ধনমিত করব না।’ আরও বলেন, ‘আমরা একটি প্রজাতান্ত্রিক দেশ। আমরা কেন কোনও বিদেশের রানিকে শ্রদ্ধা জানাব?’ লা ফ্রান্স ইনসমিস পার্টির মেয়র প্যাট্রিক প্রয়সি বলেন, ‘আমি এই আদেশ মানি না। সব দেশের প্রধান মারা গেলে কী এটা করা হয়?’ প্রয়সি আরও বলেন, ‘আমাদের স্কুলগুলিতে পতাকা অর্ধনমিত করার যুক্তি কী? স্কুলের নীতিবাক্য হল: স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব।’

আরও পড়ুন: ভোট দিতে বাধা দিলে, দল থেকে বহিষ্কারঃ কড়া বার্তা তৃণমূলের