১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফরাসি টিভি তারকার ইসলাম গ্রহণের পর ওমরাহ পালন

সামিমা এহসানা
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 261

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টিভি রিয়্যালিটি শো কাঁপানো মডেল মেরিন এল হিমার ইসলাম গ্রহণ করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। নগ্ন পোশাক, অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে হঠাৎ তাঁর ইসলাম গ্রহণ করা সাড়া জাগানোর মত ঘটনাই ছিল। শুধু ইসলাম গ্রহণ করেই থেমে থাকলেন না মেরিন এল হিমার। আল্লাহর প্রতি তাঁর আস্থা তাঁকে টেনে নিয়ে গেছে কাবা পর্যন্ত। ওমরাহ করার পাশাপাশি কাবাগৃহের সামনে বসে ফরাসী ভাষায় তর্জমা করা কুরাআন পাঠ করার ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম পোস্টে। এই খবরে উচ্ছ্বসিত তাঁর ১.৫ মিলিয়ন ফলোয়ার।

হিমার লিখেছেন, ওমরাহ তাঁর জীবনের শ্রেষ্ঠতম দিন এবং সবথেকে বেশি সুখের দিন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিমার লিখেছেন, তিনি তাঁর অনুভূতি প্রকাশ করার জন্য উপযুক্ত কোনো শব্দও খুঁজে পাচ্ছেন না।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

এই আধ্যাত্মিক যাত্রা তাঁকে পথ দেখাবে বলে আশাবাদী হিমার। তাঁর ভক্তদের অগাধ সমর্থনের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফরাসী তারকার শেয়ার করা ছবি ও ভিডিয়োতে দেখা গেছে, তিনি পবিত্র কাবা শরিফের দেওয়াল স্পর্শ করছেন, কুরঅান তেলাওয়াত করছেন তাঁর মাতৃভাষায়। তাওয়াফ এর পাশাপাশি মাকাম এ-ইব্রাহিম চুম্বন করছেন। সাফা ও মারওয়া পাহাড়ের ভিডিয়ো শেয়ার করেছেন এই তারকা।

আরও পড়ুন: ইসলামে অর্থনৈতিক ন্যায়বিচার ও সুদ বিহীন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা

ফরাসী মিডিয়ার মতে, হিমারের ইসলাম গ্রহণের সঙ্গে একটি বিশেষ ঘটনার সম্পর্ক আছে। হিমার তাঁর সৎ বাবার কাছেই বড় হয়েছেন। তাঁর আসল বাবার খোঁজ করতে গিয়ে তিনি তাদের পৈত্রিক ইতিহাস ঘাঁটতে শুরু করেন। আর সেখান থেকেই তিনি ইসলাম সম্পর্কে টান অনুভব করেন। এভাবেই তিনি ইসলাম কবুল করেন। ইসলামের সান্নিধ্যে এসে ভীষণ খুশি ফরাসী তারকা মেরিন এল হিমার। রাতারাতি পাল্টে গেছে তাঁর পোশাক-আশাক ও জীবনযাপনের রীতি।

আরও পড়ুন: আযানের জবাব কীভাবে দেবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফরাসি টিভি তারকার ইসলাম গ্রহণের পর ওমরাহ পালন

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টিভি রিয়্যালিটি শো কাঁপানো মডেল মেরিন এল হিমার ইসলাম গ্রহণ করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। নগ্ন পোশাক, অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে হঠাৎ তাঁর ইসলাম গ্রহণ করা সাড়া জাগানোর মত ঘটনাই ছিল। শুধু ইসলাম গ্রহণ করেই থেমে থাকলেন না মেরিন এল হিমার। আল্লাহর প্রতি তাঁর আস্থা তাঁকে টেনে নিয়ে গেছে কাবা পর্যন্ত। ওমরাহ করার পাশাপাশি কাবাগৃহের সামনে বসে ফরাসী ভাষায় তর্জমা করা কুরাআন পাঠ করার ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম পোস্টে। এই খবরে উচ্ছ্বসিত তাঁর ১.৫ মিলিয়ন ফলোয়ার।

হিমার লিখেছেন, ওমরাহ তাঁর জীবনের শ্রেষ্ঠতম দিন এবং সবথেকে বেশি সুখের দিন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিমার লিখেছেন, তিনি তাঁর অনুভূতি প্রকাশ করার জন্য উপযুক্ত কোনো শব্দও খুঁজে পাচ্ছেন না।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

এই আধ্যাত্মিক যাত্রা তাঁকে পথ দেখাবে বলে আশাবাদী হিমার। তাঁর ভক্তদের অগাধ সমর্থনের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফরাসী তারকার শেয়ার করা ছবি ও ভিডিয়োতে দেখা গেছে, তিনি পবিত্র কাবা শরিফের দেওয়াল স্পর্শ করছেন, কুরঅান তেলাওয়াত করছেন তাঁর মাতৃভাষায়। তাওয়াফ এর পাশাপাশি মাকাম এ-ইব্রাহিম চুম্বন করছেন। সাফা ও মারওয়া পাহাড়ের ভিডিয়ো শেয়ার করেছেন এই তারকা।

আরও পড়ুন: ইসলামে অর্থনৈতিক ন্যায়বিচার ও সুদ বিহীন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা

ফরাসী মিডিয়ার মতে, হিমারের ইসলাম গ্রহণের সঙ্গে একটি বিশেষ ঘটনার সম্পর্ক আছে। হিমার তাঁর সৎ বাবার কাছেই বড় হয়েছেন। তাঁর আসল বাবার খোঁজ করতে গিয়ে তিনি তাদের পৈত্রিক ইতিহাস ঘাঁটতে শুরু করেন। আর সেখান থেকেই তিনি ইসলাম সম্পর্কে টান অনুভব করেন। এভাবেই তিনি ইসলাম কবুল করেন। ইসলামের সান্নিধ্যে এসে ভীষণ খুশি ফরাসী তারকা মেরিন এল হিমার। রাতারাতি পাল্টে গেছে তাঁর পোশাক-আশাক ও জীবনযাপনের রীতি।

আরও পড়ুন: আযানের জবাব কীভাবে দেবেন