১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলিমুদ্দিন থেকে অপরাজিত, ছক ভাঙা দিন সূ্র্য- বিমান-সুজনদের

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আলিমুদ্দিন থেকে দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহ। রবিবার হলে গিয়ে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা দেখলেন
অনীক দত্তর ছবি অপরাজিত।

আরও পড়ুন: নওসাদ প্রসঙ্গে মুখ খুললেন বিমান

রবিবার একটা দুধসাদা বোলেরো গাড়ি বিকেল ঠিক চারটে পাঁচ মিনিট নাগাদ এসে থামে প্রিয়া হলের সামনে। গাড়ি করে নেমে আসা তিন বাম শীর্ষ নেতাকে স্বাগত জানান স্বয়ং পরিচালক অনীক দত্ত।

আরও পড়ুন: সারদা কান্ডে দেবযানীর সাক্ষ্য গ্রহণের চেস্টা নিয়ে হাইকোর্টে সুজন চক্রবর্তী

যাদবপুর এলাকার তরুণ বাম কর্মীদের নাছোড়বান্দা আবদারে অপরাজিতর মোট ১৩০ টা টিকিট কাটেন সুজন চক্রবর্তী। কিন্তু সেই টিকিটও কম হয়ে যায় উন্মাদনার জেরে। সবাই কে চা,বিস্কুট, ইন্টারভালে পপকর্নও খাওয়ান সুজনবাবু।তিন বাম শীর্ষ নেতা কে দর্শকাসনে পেয়ে চুটিয়ে সেলফি ও ছবি তোলেন দর্শকরা।

আরও পড়ুন: সিপিএমের রাজ্য সম্মেলনে আত্মসমীক্ষার জোর

আলিমুদ্দিন থেকে অপরাজিত, ছক ভাঙা দিন সূ্র্য- বিমান-সুজনদের

শো শেষের পর সিপিএম নেতৃত্ব বলেন, “অনীক দত্ত পরিচালিত অপরাজিত ছবিটি বাংলা সিনেমার মাইলফলক হয়ে থাকবে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালি নির্মাণের কাহিনি নিখুঁত ভাবে ধরা রয়েছে ছবিটিতে। অর্থ সংকটে সত্যজিৎ যখন দিশেহারা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তাঁকে সরকারি সাহায্য করেছিলেন। সত্যজিৎবাবু নন্দনের ফিতে কেটেছিলেন, পাশে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এটাই বাংলার সংস্কৃতি।”

 

 

 

সর্বধিক পাঠিত

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিমুদ্দিন থেকে অপরাজিত, ছক ভাঙা দিন সূ্র্য- বিমান-সুজনদের

আপডেট : ২২ মে ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আলিমুদ্দিন থেকে দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহ। রবিবার হলে গিয়ে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা দেখলেন
অনীক দত্তর ছবি অপরাজিত।

আরও পড়ুন: নওসাদ প্রসঙ্গে মুখ খুললেন বিমান

রবিবার একটা দুধসাদা বোলেরো গাড়ি বিকেল ঠিক চারটে পাঁচ মিনিট নাগাদ এসে থামে প্রিয়া হলের সামনে। গাড়ি করে নেমে আসা তিন বাম শীর্ষ নেতাকে স্বাগত জানান স্বয়ং পরিচালক অনীক দত্ত।

আরও পড়ুন: সারদা কান্ডে দেবযানীর সাক্ষ্য গ্রহণের চেস্টা নিয়ে হাইকোর্টে সুজন চক্রবর্তী

যাদবপুর এলাকার তরুণ বাম কর্মীদের নাছোড়বান্দা আবদারে অপরাজিতর মোট ১৩০ টা টিকিট কাটেন সুজন চক্রবর্তী। কিন্তু সেই টিকিটও কম হয়ে যায় উন্মাদনার জেরে। সবাই কে চা,বিস্কুট, ইন্টারভালে পপকর্নও খাওয়ান সুজনবাবু।তিন বাম শীর্ষ নেতা কে দর্শকাসনে পেয়ে চুটিয়ে সেলফি ও ছবি তোলেন দর্শকরা।

আরও পড়ুন: সিপিএমের রাজ্য সম্মেলনে আত্মসমীক্ষার জোর

আলিমুদ্দিন থেকে অপরাজিত, ছক ভাঙা দিন সূ্র্য- বিমান-সুজনদের

শো শেষের পর সিপিএম নেতৃত্ব বলেন, “অনীক দত্ত পরিচালিত অপরাজিত ছবিটি বাংলা সিনেমার মাইলফলক হয়ে থাকবে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালি নির্মাণের কাহিনি নিখুঁত ভাবে ধরা রয়েছে ছবিটিতে। অর্থ সংকটে সত্যজিৎ যখন দিশেহারা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তাঁকে সরকারি সাহায্য করেছিলেন। সত্যজিৎবাবু নন্দনের ফিতে কেটেছিলেন, পাশে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এটাই বাংলার সংস্কৃতি।”