পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১৪ জানুয়ারি গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান। তার আগেই এবার উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘরে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্ত্তী, ডিজি রাজীব কুমার সহ বিভিন্ন দফতরের মন্ত্রী সহ সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিবরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে জনস্বাস্থ্য, সুন্দরবন উন্নয়ন, পূর্ত, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
আগামী ১৪ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। তার আগে যাতে প্রস্তুতিতে কোনও রকম খামতি না থাকে। তার জন্য সমস্ত ব্যবস্থাপনা নিজেই খুঁটিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই উচ্চ পর্যায় বৈঠকে নতুন কিছু পরিষেবা চালু করার ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রের খবর। সোমের বৈঠকে সরকারি আমলাদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম-সহ একাধিক সংগঠনের মহারাজরা বৈঠকে উপস্থিত থাকবেন।


































