০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

চামেলি দাস
  • আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার
  • / 206

 

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ইরানের সঙ্গে সংঘাতের আবহে এবার পাকিস্তানকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ইসরাইলের প্রাক্তন উপপ্রতিরক্ষামন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের হুমকি দেন।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

এক্স-এ আরবি ও উর্দু ভাষায় করা ওই পোস্টে মাসরি লেখেন, ‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।’ তিনি আরও লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব একটা দূরে নয়। এই ইঙ্গিতটাই যথেষ্ট।’ এই মন্তব্য ঘিরে নেটমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বহু ব্যবহারকারী মাসরির বক্তব্যের তীব্র নিন্দা করে পাকিস্তানের পক্ষ নিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

যদিও বর্তমানে মেইর মাসরি কোনও সরকারি পদে নেই, তবুও ইসরাইলের রাজনীতি ও নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হয়, বিশেষত লেবার পার্টির সিনিয়র নেতা হিসেবে।

অনেকে মন্তব্য করেছেন, এমন উসকানিমূলক কথাবার্তা পাকিস্তানিদের মনোবল ও জাতীয় ঐক্যকেই আরও জোরদার করবে। কেউ কেউ স্মরণ করিয়ে দিয়েছেন, পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি এবং তাদের অতীতের সংযত ও দায়িত্বশীল পররাষ্ট্রনীতিকে হালকাভাবে দেখা উচিত নয়।

এই প্রেক্ষাপটে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরাইলকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন,

‘ইসরাইলের জন্য আমাদের বার্তা স্পষ্ট; পাকিস্তানের দিকে তাকানোর সাহস কোরো না। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।’

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ভারতের সঙ্গে অতীত উত্তেজনার সময় জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই এবারও সার্বভৌমত্ব রক্ষায় সকলে প্রস্তুত।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই কিছু গুজব ছড়িয়েছে যে ইরানে যদি কোনও বড়সড় হামলা হয়, তাহলে পাকিস্তান হয়তো ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক পদক্ষেপ নিতে পারে। তবে এ সব গুজব সরাসরি নাকচ করেছে পাকিস্তান সরকার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার

 

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ইরানের সঙ্গে সংঘাতের আবহে এবার পাকিস্তানকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ইসরাইলের প্রাক্তন উপপ্রতিরক্ষামন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের হুমকি দেন।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

এক্স-এ আরবি ও উর্দু ভাষায় করা ওই পোস্টে মাসরি লেখেন, ‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।’ তিনি আরও লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব একটা দূরে নয়। এই ইঙ্গিতটাই যথেষ্ট।’ এই মন্তব্য ঘিরে নেটমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বহু ব্যবহারকারী মাসরির বক্তব্যের তীব্র নিন্দা করে পাকিস্তানের পক্ষ নিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

যদিও বর্তমানে মেইর মাসরি কোনও সরকারি পদে নেই, তবুও ইসরাইলের রাজনীতি ও নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হয়, বিশেষত লেবার পার্টির সিনিয়র নেতা হিসেবে।

অনেকে মন্তব্য করেছেন, এমন উসকানিমূলক কথাবার্তা পাকিস্তানিদের মনোবল ও জাতীয় ঐক্যকেই আরও জোরদার করবে। কেউ কেউ স্মরণ করিয়ে দিয়েছেন, পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি এবং তাদের অতীতের সংযত ও দায়িত্বশীল পররাষ্ট্রনীতিকে হালকাভাবে দেখা উচিত নয়।

এই প্রেক্ষাপটে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরাইলকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন,

‘ইসরাইলের জন্য আমাদের বার্তা স্পষ্ট; পাকিস্তানের দিকে তাকানোর সাহস কোরো না। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।’

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ভারতের সঙ্গে অতীত উত্তেজনার সময় জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই এবারও সার্বভৌমত্ব রক্ষায় সকলে প্রস্তুত।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই কিছু গুজব ছড়িয়েছে যে ইরানে যদি কোনও বড়সড় হামলা হয়, তাহলে পাকিস্তান হয়তো ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক পদক্ষেপ নিতে পারে। তবে এ সব গুজব সরাসরি নাকচ করেছে পাকিস্তান সরকার।