বিবর্ণ লিপস্টিক থেকে মুক্তি পান এক নিমেশেই !

- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- / 24
পুবের কলম ওয়েবডেস্ক : রুক্ষ, ফাটা ঠোঁট কেউ পছন্দ করেন না । তাই ঠোঁট সাজাতে ব্যবহার করেন নানান রকমের লিপস্টিক । আপনাদের মধ্যেই অনেকেই চান আপনার লিপস্টিক দীর্ঘস্থায়ী হোক । দেখে মনে হয় যেনও এই মাত্র লাগানো হয়েছে । কিন্ত আদতে সেটা হয়না । লিপস্টিক ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই লিপস্টিক বিবর্ণ হয়ে যায় ।
এমন কিছু কৌশল আছে যে গুলো অবলম্বন করলে সারা দিন পরেও আপনার লিপস্টিক থাকবে নতুনের মতো
১ প্রথমত একটি লিপ লাইনার দিয়ে পুরো ঠোঁট এঁকে নিন । তারপর পুরো লিপ লাইনারটা আপনার ঠোঁটে লাগিয়ে নিন । তার ওপর লিপস্টিক লাগিয়ে নেবেন। তাহলে আপনার লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে ।
২ লিপস্টিক লাগানোর আগে ভালো লিপ প্রাইমার লাগিয়ে নিতে পারেন । বা আপনি বিকল্প হিসাবে ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারেন এতে করে আপনার ঠোঁটের লিপস্টিকের কালার ভালো ফুটবে । এবং কালারটা দীর্ঘস্থায়ী হবে । বিশেষ করে যদি আপনি কোনও অনুষ্ঠান বাড়িতে যান ।
৩ আপনি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করার আগে ঠোঁটটাকে ভালো করে স্ক্রাব করে নিতে পারেন । গোলাপজল, মধু এবং চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন লিপ স্ক্রাব । তারপর ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন । এতে আপনার ঠোঁট অনেক ভালো থাকবে । এমনকি এর ওপর লিপস্টিক লাগালে অনেকক্ষণ স্থায়ী হয় ।
৪ লিপস্টিকের মানের সাথে আপোষ করলেই আপনি পড়তে পারেন সমস্যায় । তাই লিপস্টিকের দাম নিয়ে ভাববেন না । ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করুন । এতে আপনার ক্ষতি অনেক কম হবে তুলনামূলক ।