০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Ghazwa-e-Hind: ‘গজওয়া-এ-হিন্দ’ নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 443

পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের বলরামপুরে এক জনসভায় (Ghazwa-e-Hind) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘গজওয়া-এ-হিন্দ’ প্রসঙ্গ তুলে বলেন, যারা ভারতের মাটিতে বসে দেশবিরোধী বা অরাজকতার স্বপ্ন দেখছে, তাদের শেষ পরিণতি হবে ‘নরক’ (Dreaming of Ghazwa-e-Hind in UP is akin to getting a ticket for Jahannum) ।

যোগীর হুঁশিয়ারি, “যদি কেউ মেয়েদের নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করে, ব্যবসায়ীদের দোকানে আগুন লাগায়, সমাজে অশান্তি বা দাঙ্গা ছড়ায়, তবে ধরে নিন এ পথ সরাসরি নরকে নিয়ে যাবে। যারা ‘গজওয়া-এ-হিন্দ’–এর মতো স্লোগান তুলে দেশবিরোধী কাজ করছে, তারা সতর্ক হোন।”

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

আরও পড়ুন: ১০৫ প্রাথমিক স্কুল বন্ধ যোগীর সিদ্ধান্তে, শীর্ষ কোর্টে সাংসদ

তিনি আরও (CM Yogi Adityanath) বলেন, “‘গজওয়া-এ-হিন্দ’ ভারতীয় মাটিতে কোনোদিন সম্ভব নয়। এই দেশ দেব – মহাপুরুষ ও শহিদদের আদর্শে পরিচালিত হবে। যারা এই স্বপ্ন দেখছে, তারা আসলে নিজেদের নরকে পাঠানোর টিকিট কেটে ফেলছে।”

আরও পড়ুন: ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত মাংস বিক্রি নিষিদ্ধ

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু মানুষ ছদ্মবেশে বলরামপুর থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে। এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সমাজকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যেভাবে ‘ছাঙ্গুর বাবা’ নামে এক ব্যক্তি ছদ্মনামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, ঠিক সেভাবেই অনেকেই সমাজের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। “পাপ যতই ঢেকে রাখা হোক, তার শাস্তি নিশ্চিত। ভারত মাতা কখনও এ ধরনের অপরাধ বরদাস্ত করবে না (Dreaming of Ghazwa-e-Hind in UP is akin to getting a ticket for Jahannum)।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Ghazwa-e-Hind: ‘গজওয়া-এ-হিন্দ’ নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের বলরামপুরে এক জনসভায় (Ghazwa-e-Hind) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘গজওয়া-এ-হিন্দ’ প্রসঙ্গ তুলে বলেন, যারা ভারতের মাটিতে বসে দেশবিরোধী বা অরাজকতার স্বপ্ন দেখছে, তাদের শেষ পরিণতি হবে ‘নরক’ (Dreaming of Ghazwa-e-Hind in UP is akin to getting a ticket for Jahannum) ।

যোগীর হুঁশিয়ারি, “যদি কেউ মেয়েদের নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করে, ব্যবসায়ীদের দোকানে আগুন লাগায়, সমাজে অশান্তি বা দাঙ্গা ছড়ায়, তবে ধরে নিন এ পথ সরাসরি নরকে নিয়ে যাবে। যারা ‘গজওয়া-এ-হিন্দ’–এর মতো স্লোগান তুলে দেশবিরোধী কাজ করছে, তারা সতর্ক হোন।”

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

আরও পড়ুন: ১০৫ প্রাথমিক স্কুল বন্ধ যোগীর সিদ্ধান্তে, শীর্ষ কোর্টে সাংসদ

তিনি আরও (CM Yogi Adityanath) বলেন, “‘গজওয়া-এ-হিন্দ’ ভারতীয় মাটিতে কোনোদিন সম্ভব নয়। এই দেশ দেব – মহাপুরুষ ও শহিদদের আদর্শে পরিচালিত হবে। যারা এই স্বপ্ন দেখছে, তারা আসলে নিজেদের নরকে পাঠানোর টিকিট কেটে ফেলছে।”

আরও পড়ুন: ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত মাংস বিক্রি নিষিদ্ধ

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু মানুষ ছদ্মবেশে বলরামপুর থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে। এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সমাজকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যেভাবে ‘ছাঙ্গুর বাবা’ নামে এক ব্যক্তি ছদ্মনামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, ঠিক সেভাবেই অনেকেই সমাজের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। “পাপ যতই ঢেকে রাখা হোক, তার শাস্তি নিশ্চিত। ভারত মাতা কখনও এ ধরনের অপরাধ বরদাস্ত করবে না (Dreaming of Ghazwa-e-Hind in UP is akin to getting a ticket for Jahannum)।