০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কংগ্রেস ছাড়লেন গুলাম নবী আজাদ

সামিমা এহসানা
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 27

পুবের কলম, ওয়েব ডেস্ক: দল ত্যাগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধীর প্রতি নারাজ তিনি। সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি। এই মর্মে সোনিয়া গান্ধীর কাছে ৫ পাতার একটি চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে তিনি অভিযোগ করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে।

রাহুলের আচরণকে তিনি ‘শিশু সুলভ’ বলেও কটাক্ষ করেছেন। কংগ্রেসের বর্তমান ‘সংকটজনক পরিস্থিতি’ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের জন্য রাহুল গান্ধীকেই দায়ী করেছেন তিনি। ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ২০১৩ সালে রাহুল গান্ধীকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদে বসানোর পর থেকেই দলের ভালো-মন্দ নিয়ে আলোচনা করার রেওয়াজ শেষ হয়েছে। অভিজ্ঞ নেতাদের দূরে ঠেলে দিয়ে অনভিজ্ঞ নেতাদের গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে দলে।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

এর আগে জম্মু ও কাশ্মীর কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের গোষ্ঠী জি-২৩ এর সদস্য ছিলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই অনুমান করেছিলেন, কংগ্রেস ছাড়বেন গুলাম নবী আজাদ। একই ধরণের কারণে কংগ্রেস ত্যাগ করেছেন আইনজীবী কপিল সিব্বল, আনন্দ শর্মার মত প্রবীণ কংগ্রেস নেতারা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কংগ্রেস ছাড়লেন গুলাম নবী আজাদ

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: দল ত্যাগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধীর প্রতি নারাজ তিনি। সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি। এই মর্মে সোনিয়া গান্ধীর কাছে ৫ পাতার একটি চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে তিনি অভিযোগ করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে।

রাহুলের আচরণকে তিনি ‘শিশু সুলভ’ বলেও কটাক্ষ করেছেন। কংগ্রেসের বর্তমান ‘সংকটজনক পরিস্থিতি’ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের জন্য রাহুল গান্ধীকেই দায়ী করেছেন তিনি। ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ২০১৩ সালে রাহুল গান্ধীকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদে বসানোর পর থেকেই দলের ভালো-মন্দ নিয়ে আলোচনা করার রেওয়াজ শেষ হয়েছে। অভিজ্ঞ নেতাদের দূরে ঠেলে দিয়ে অনভিজ্ঞ নেতাদের গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে দলে।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

এর আগে জম্মু ও কাশ্মীর কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের গোষ্ঠী জি-২৩ এর সদস্য ছিলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই অনুমান করেছিলেন, কংগ্রেস ছাড়বেন গুলাম নবী আজাদ। একই ধরণের কারণে কংগ্রেস ত্যাগ করেছেন আইনজীবী কপিল সিব্বল, আনন্দ শর্মার মত প্রবীণ কংগ্রেস নেতারা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের