২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 ‘মেয়েদের শরীর অনেক মূল্যবান, যত বেশি ঢেকে… পোশাক বিতর্কে মুখ খুললেন সলমন     

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 45

পুবের কলম,ওয়েবডেস্ক:  মেয়েদের শরীর অনেক মূল্যবান,  সেটা যত বেশি ঢেকে রাখা যায়, ততই ভালো। আমার অন্তত তাই মনে হয়। সম্প্রতি এক টক শো’তে এসে এমনটাই মন্তব্য করেছে অভিনেতা সলমন খান। তবে এখানেই থামেননি সলমন।

নিজের কথার মানে স্পষ্ট করে বোঝাতে অভিনেতা বলেন, আমিও এক সময় খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে নাচ করেছি। কিন্তু এখন  পরিস্থিতি  অনেকটা  আলাদা। এটা মেয়েদের বিষয় নয়, এটা ছেলেদের  দোষ। তারা যে ভাবে মহিলাদের দিকে তাকায়, সেটা আমার পছন্দ নয়। এই ধরনের অপমান মহিলাদের সহ্য করতে হোক, আমি চাই না।

 উল্লেখ্য, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে মহিলাদের জন্য পোশাকবিধি জারি করেছিলেন সলমন খান। একথা সংবাদমাধ্যকে জানিয়েছিলেন ছবির অন্যতম অভিনেত্রী পলক তিওয়ারি। তাতেই শুরু হয়েছিল বিতর্ক। মহিলারা কেমন পোশাক পরবেন তা সলমন কীভাবে ঠিক করতে পারেন? উঠেছিল এমনই প্রশ্ন । বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ ভাইজান।

প্রসঙ্গত, সলমান খান বর্তমানে তাঁর ছবি কিসি কা ভাই কিসি কি জানের সাফল্য উপভোগ করছেন। গত ২১ এপ্রিল মুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 ‘মেয়েদের শরীর অনেক মূল্যবান, যত বেশি ঢেকে… পোশাক বিতর্কে মুখ খুললেন সলমন     

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  মেয়েদের শরীর অনেক মূল্যবান,  সেটা যত বেশি ঢেকে রাখা যায়, ততই ভালো। আমার অন্তত তাই মনে হয়। সম্প্রতি এক টক শো’তে এসে এমনটাই মন্তব্য করেছে অভিনেতা সলমন খান। তবে এখানেই থামেননি সলমন।

নিজের কথার মানে স্পষ্ট করে বোঝাতে অভিনেতা বলেন, আমিও এক সময় খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে নাচ করেছি। কিন্তু এখন  পরিস্থিতি  অনেকটা  আলাদা। এটা মেয়েদের বিষয় নয়, এটা ছেলেদের  দোষ। তারা যে ভাবে মহিলাদের দিকে তাকায়, সেটা আমার পছন্দ নয়। এই ধরনের অপমান মহিলাদের সহ্য করতে হোক, আমি চাই না।

 উল্লেখ্য, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে মহিলাদের জন্য পোশাকবিধি জারি করেছিলেন সলমন খান। একথা সংবাদমাধ্যকে জানিয়েছিলেন ছবির অন্যতম অভিনেত্রী পলক তিওয়ারি। তাতেই শুরু হয়েছিল বিতর্ক। মহিলারা কেমন পোশাক পরবেন তা সলমন কীভাবে ঠিক করতে পারেন? উঠেছিল এমনই প্রশ্ন । বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ ভাইজান।

প্রসঙ্গত, সলমান খান বর্তমানে তাঁর ছবি কিসি কা ভাই কিসি কি জানের সাফল্য উপভোগ করছেন। গত ২১ এপ্রিল মুক্তি