০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানবাদে ভেঙে পড়ল গ্লাইডার প্লেন, আহত চালক সহ এক শিশু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 66

পুবের কলম, ওয়েবডেস্ক: ধানবাদে ভেঙে পড়ল গ্লাইডার প্লেন।  ঘটনায় পাইলট-সহ আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাড়ির উপর ওই প্লেনটি আচমকাই ভেঙে পড়ে বলে স্থানীয়দের দাবি৷ ওই প্লেনের পাইলট গুরুতর আহত হয়েছেন৷ এছাড়া আহত হয়েছেন এক শিশু৷ তাঁদের স্থানীয় আশরাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে খবর,  তাঁদের শারীরিক অবস্থা বেশ গুরুতর৷

সূত্রের খবর, ওই গ্লাইডার প্লেনটি ধানবাদের বারওয়াডা এয়ারস্ট্রিপ থেকে উড়ান শুরু করেছিল বৃহস্পতিবার বিকেলে৷ তার পর শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছিল। ঠিক সেই সময় আচমকাই সেটি ভেঙে পড়ে শহরের বিরসা মুণ্ডা পার্কের কাছের একটি বাড়িতে৷ প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই প্লেনটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

এদিকে গ্লাইডার প্লেন গ্রামের মধ্যে পড়তেই দলে দলে মানুষ এসে ভিড় করে। অনেকে বিমানের ভেঙে যাওয়া টুকরো হাতে নিয়ে অবাক বিস্ময়ে দেখতেও থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কিভাবে বুঝবেন শিশু অবসাদে ভুগছে

আরও পড়ুন: ওমরাহ পালন করতে এসে মক্কায় সন্তানের জন্ম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধানবাদে ভেঙে পড়ল গ্লাইডার প্লেন, আহত চালক সহ এক শিশু

আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ধানবাদে ভেঙে পড়ল গ্লাইডার প্লেন।  ঘটনায় পাইলট-সহ আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাড়ির উপর ওই প্লেনটি আচমকাই ভেঙে পড়ে বলে স্থানীয়দের দাবি৷ ওই প্লেনের পাইলট গুরুতর আহত হয়েছেন৷ এছাড়া আহত হয়েছেন এক শিশু৷ তাঁদের স্থানীয় আশরাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে খবর,  তাঁদের শারীরিক অবস্থা বেশ গুরুতর৷

সূত্রের খবর, ওই গ্লাইডার প্লেনটি ধানবাদের বারওয়াডা এয়ারস্ট্রিপ থেকে উড়ান শুরু করেছিল বৃহস্পতিবার বিকেলে৷ তার পর শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছিল। ঠিক সেই সময় আচমকাই সেটি ভেঙে পড়ে শহরের বিরসা মুণ্ডা পার্কের কাছের একটি বাড়িতে৷ প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই প্লেনটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

এদিকে গ্লাইডার প্লেন গ্রামের মধ্যে পড়তেই দলে দলে মানুষ এসে ভিড় করে। অনেকে বিমানের ভেঙে যাওয়া টুকরো হাতে নিয়ে অবাক বিস্ময়ে দেখতেও থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কিভাবে বুঝবেন শিশু অবসাদে ভুগছে

আরও পড়ুন: ওমরাহ পালন করতে এসে মক্কায় সন্তানের জন্ম