১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফাউন্ডেশনের ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা স্মরণ

 

আগামীকাল রবিবার গোলাম আহমাদ মোর্তজা ফাউন্ডেশনের উদ্যোগে আলিয়া সংস্কৃতি সংসদ ও বিশ্ববঙ্গীয় প্রকাশনের সহযোগিতায় ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজার স্মরণে স্মারক বক্তৃতা, ইতিহাস আলোচনা ও তাঁর স্মরণে গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন প্রাক্তন সাংসদ, লেখক মইনুল হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান । উপস্থিত থাকবেন, সাপ্তাহিক নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ মসিহুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠান সম্পর্কে গোলাম আহমাদ মোর্তজা ফাউন্ডেশনের পক্ষে কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, ইতিহাসচর্চা করার শিক্ষক -ছাত্র – গবেষক কমতে কমতে আমরা প্রায় সাংস্কৃতিক অনাথে পরিণত হতে বসেছি। আমাদের ধর্মের প্রকৃত নির্দেশ, আমাদের ঐতিহ্য আর মুসলিমদের মধ্যে আদর্শ শাসক ও রাষ্ট্র নেতাদের কথা ভুলে গেলে আমাদেরকে দুর্বল করা ও বোকা বানানো সহজ হয়ে যাবে। তাই , এই কাজটা করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিহাস বিকৃতি ও বিস্মৃতির পরিমণ্ডলে দাঁড়িয়ে এই ধরণের আরও উদ্যোগের প্রয়োজন আছে। তিনি ইতিহাসমনস্ক, সাহিত্য অনুরাগী মানুষদের উপস্থিতি বিশেষভাবে কামনা করেন। জানা যায়, স্বাধীনতা উত্তর মুসলিম পরিচালিত সাহিত্যচর্চার ইতিহাস সম্পর্কে বলবেন ইতিহাসবিদ খাজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ্।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাউন্ডেশনের ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা স্মরণ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার

 

আগামীকাল রবিবার গোলাম আহমাদ মোর্তজা ফাউন্ডেশনের উদ্যোগে আলিয়া সংস্কৃতি সংসদ ও বিশ্ববঙ্গীয় প্রকাশনের সহযোগিতায় ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজার স্মরণে স্মারক বক্তৃতা, ইতিহাস আলোচনা ও তাঁর স্মরণে গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন প্রাক্তন সাংসদ, লেখক মইনুল হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান । উপস্থিত থাকবেন, সাপ্তাহিক নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ মসিহুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠান সম্পর্কে গোলাম আহমাদ মোর্তজা ফাউন্ডেশনের পক্ষে কাজী মুহাম্মদ ইয়াসীন বলেন, ইতিহাসচর্চা করার শিক্ষক -ছাত্র – গবেষক কমতে কমতে আমরা প্রায় সাংস্কৃতিক অনাথে পরিণত হতে বসেছি। আমাদের ধর্মের প্রকৃত নির্দেশ, আমাদের ঐতিহ্য আর মুসলিমদের মধ্যে আদর্শ শাসক ও রাষ্ট্র নেতাদের কথা ভুলে গেলে আমাদেরকে দুর্বল করা ও বোকা বানানো সহজ হয়ে যাবে। তাই , এই কাজটা করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিহাস বিকৃতি ও বিস্মৃতির পরিমণ্ডলে দাঁড়িয়ে এই ধরণের আরও উদ্যোগের প্রয়োজন আছে। তিনি ইতিহাসমনস্ক, সাহিত্য অনুরাগী মানুষদের উপস্থিতি বিশেষভাবে কামনা করেন। জানা যায়, স্বাধীনতা উত্তর মুসলিম পরিচালিত সাহিত্যচর্চার ইতিহাস সম্পর্কে বলবেন ইতিহাসবিদ খাজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ্।