১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর আগেই সুখবর, পর্যটকদের জন্য বাড়তি ট্রেনের ঘোষণা ভারতীয় রেলের

পুবের কলম ওয়েব ডেস্কঃ সামনেই পুজোর মরশুম।ঢাকে কাঠি পড়ার সময়ের অপেক্ষা। কাশফুলের এখনও পর্যন্তও দেখা না মিললেও পুজো পুজো রব চারিদিকে ছড়িয়ে পড়েছে।এরই মাঝে সুখবর দিল ভারতীয় রেল।প্রতিবারের ন্যায় এবারেও রেলের তরফ থেকে পুজো স্পেশাল ট্রেন চলার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ২ জোড়া পুজো স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

পুরো অক্টোবর মাস জুড়ে চলবে এই ট্রেন বলেই খবর।পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে এক জোড়া পুজো স্পেশাল ট্রেন শিয়ালদা-গোরখপুর-শিয়ালদার মধ্যে চলবে। অপরটি চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে। তবে কোন ট্রেন কখন ছাড়বে, কবে ছাড়বে সেই সংক্রান্ত যাবতীয় জেনে নিন এক নজরে- ০৩১৩১ শিয়ালদা-গোরখপুর পুজো স্পেশাল: আগামী ২ অক্টোবর থেকে শুরু করে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই ট্রেন।

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

 

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে পুজো স্পেশাল এই ট্রেন। এই ট্রেনটি রবিবার রাত ১১.০৫ শিয়ালদহ থেকে ছাড়ার পর বিকেল ৫ টায় গোরখপুরে পৌঁছাবে। ০৩১৩২ গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল: গোরখপুর থেকে প্রতি সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে ছাড়বে এই স্পেশাল ট্রেনটি । পরের দিন দুপুর ১ টা ৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এই ট্রেনটি। ৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল চালাবে পূর্ব রেল।

 

কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন? যাত্রাপথে উভয় অভিমুখে পূর্ব রেলের আওতাভুক্ত ব্যান্ডেল,আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি নৈহাটি, স্টেশনে পুজো স্পেশাল ট্রেন দাঁড়াবে।০৩০৪৩/০৩০৪৪ হাওড়া-রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল।০৩০৪৩ হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল: ১ অক্টোবর থেকে এই পরিষেবা শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে।০৩০৪৪ রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল: ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতি রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছেড়ে পরের দিন সকাল ৭ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

 

কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে? পূর্ব রেলের আওতাধীন ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তররঞ্জন, মধপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।তবে কবে থেকে পুজো স্পেশাল ট্রেন গুলির বুকিং শুরু হবে টা এখনও স্পষ্ট ভাবে জানানও হয়নি পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে।তবে টা অতি শীঘ্রই জানানও হবে বলে রেল সূত্র মারফৎ খবর।

 

গত দু’ই বছরে মহামারীর কারণে পর্যটনপ্রিয় মানুষরা কোথাও বেড়াতে যেতে না পেরে পর্যটন শিল্পে অনেকটা প্রভাব পড়েছে বলে খবর।এমত অবস্থায় ট্রেন বাস সব ক্ষেত্রেই টিকিটের চাহিদা চরমে।আক্ষরিক অর্থেই ‘ঠাই নেই ঠাই নেই রব’।পর্যটন প্রিয় মানুষের অত্যাধিক চাহিদার সামাল দিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে রেল আধিকারিকরা বলেই খবর।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর আগেই সুখবর, পর্যটকদের জন্য বাড়তি ট্রেনের ঘোষণা ভারতীয় রেলের

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সামনেই পুজোর মরশুম।ঢাকে কাঠি পড়ার সময়ের অপেক্ষা। কাশফুলের এখনও পর্যন্তও দেখা না মিললেও পুজো পুজো রব চারিদিকে ছড়িয়ে পড়েছে।এরই মাঝে সুখবর দিল ভারতীয় রেল।প্রতিবারের ন্যায় এবারেও রেলের তরফ থেকে পুজো স্পেশাল ট্রেন চলার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ২ জোড়া পুজো স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

পুরো অক্টোবর মাস জুড়ে চলবে এই ট্রেন বলেই খবর।পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে এক জোড়া পুজো স্পেশাল ট্রেন শিয়ালদা-গোরখপুর-শিয়ালদার মধ্যে চলবে। অপরটি চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে। তবে কোন ট্রেন কখন ছাড়বে, কবে ছাড়বে সেই সংক্রান্ত যাবতীয় জেনে নিন এক নজরে- ০৩১৩১ শিয়ালদা-গোরখপুর পুজো স্পেশাল: আগামী ২ অক্টোবর থেকে শুরু করে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই ট্রেন।

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

 

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে পুজো স্পেশাল এই ট্রেন। এই ট্রেনটি রবিবার রাত ১১.০৫ শিয়ালদহ থেকে ছাড়ার পর বিকেল ৫ টায় গোরখপুরে পৌঁছাবে। ০৩১৩২ গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল: গোরখপুর থেকে প্রতি সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে ছাড়বে এই স্পেশাল ট্রেনটি । পরের দিন দুপুর ১ টা ৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এই ট্রেনটি। ৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল চালাবে পূর্ব রেল।

 

কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন? যাত্রাপথে উভয় অভিমুখে পূর্ব রেলের আওতাভুক্ত ব্যান্ডেল,আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি নৈহাটি, স্টেশনে পুজো স্পেশাল ট্রেন দাঁড়াবে।০৩০৪৩/০৩০৪৪ হাওড়া-রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল।০৩০৪৩ হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল: ১ অক্টোবর থেকে এই পরিষেবা শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে।০৩০৪৪ রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল: ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতি রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছেড়ে পরের দিন সকাল ৭ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

 

কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে? পূর্ব রেলের আওতাধীন ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তররঞ্জন, মধপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।তবে কবে থেকে পুজো স্পেশাল ট্রেন গুলির বুকিং শুরু হবে টা এখনও স্পষ্ট ভাবে জানানও হয়নি পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে।তবে টা অতি শীঘ্রই জানানও হবে বলে রেল সূত্র মারফৎ খবর।

 

গত দু’ই বছরে মহামারীর কারণে পর্যটনপ্রিয় মানুষরা কোথাও বেড়াতে যেতে না পেরে পর্যটন শিল্পে অনেকটা প্রভাব পড়েছে বলে খবর।এমত অবস্থায় ট্রেন বাস সব ক্ষেত্রেই টিকিটের চাহিদা চরমে।আক্ষরিক অর্থেই ‘ঠাই নেই ঠাই নেই রব’।পর্যটন প্রিয় মানুষের অত্যাধিক চাহিদার সামাল দিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে রেল আধিকারিকরা বলেই খবর।