২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের সরকারি নির্দেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ মে ২০২৪, মঙ্গলবার
  • / 21

পুবের কলম প্রতিবেদক: কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার সরকারিভাবে চার্জ গঠনের নির্দেশ জারি করল দিল্লির আদালত। আগেই এই চার্জ গঠনের কথা বলা হলেও তা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। মঙ্গলবার তা ঘোষণা করা হল। এদিন দিল্লির রাউস আদালতে উপস্থিত ছিলেন ব্রিজভূষণ। সঙ্গে ছিলেন তাঁর আর এক দোসর প্রাক্তন সহসভাপতি বিনোদ তোমর। দুজনের কেউই অবশ্য অপরাধ স্বীকার করেননি। আর তাতেই বিচারক তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন, আপনি কি দোষ স্বীকার করছেন?’ জবাবে ব্রিজভূষণ সোজা জানিয়ে দেন, ‘কোনও প্রশ্নই নেই। কারণ আমি কোনও অপরাধই করিনি।’

যৌন নির্যাতন কাণ্ডে এবার ব্রিজভূষণ ও তাঁর সহেযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে শীঘ্রই। উল্লেখ্য ৬টি মামলা ব্রিজভূষণের বিরুদ্ধে হয়েছিল। তার মধ্যে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে। বাকি পাঁচটি মামলার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে দিল্লির আদালত।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের সরকারি নির্দেশ

আপডেট : ২১ মে ২০২৪, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার সরকারিভাবে চার্জ গঠনের নির্দেশ জারি করল দিল্লির আদালত। আগেই এই চার্জ গঠনের কথা বলা হলেও তা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। মঙ্গলবার তা ঘোষণা করা হল। এদিন দিল্লির রাউস আদালতে উপস্থিত ছিলেন ব্রিজভূষণ। সঙ্গে ছিলেন তাঁর আর এক দোসর প্রাক্তন সহসভাপতি বিনোদ তোমর। দুজনের কেউই অবশ্য অপরাধ স্বীকার করেননি। আর তাতেই বিচারক তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন, আপনি কি দোষ স্বীকার করছেন?’ জবাবে ব্রিজভূষণ সোজা জানিয়ে দেন, ‘কোনও প্রশ্নই নেই। কারণ আমি কোনও অপরাধই করিনি।’

যৌন নির্যাতন কাণ্ডে এবার ব্রিজভূষণ ও তাঁর সহেযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে শীঘ্রই। উল্লেখ্য ৬টি মামলা ব্রিজভূষণের বিরুদ্ধে হয়েছিল। তার মধ্যে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে। বাকি পাঁচটি মামলার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে দিল্লির আদালত।