১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবন -এর ডাবু এলাকাকে ঘিরে আধুনিক পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে সরকার

পুবের কলম
  • আপডেট : ৩ মে ২০২৫, শনিবার
  • / 192

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সুন্দরবন এর পর্যটনে আরও বেশি করে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।আর তাই ঢেলে সাজানো হচ্ছে সুন্দরবনকে।আর তাই এবার সুন্দরবন এর ডাবু খালের ধারে তৈরি হবে পিকনিক স্পট।আর সম্প্রতি ডাবু এলাকার জমি পরিদর্শন করে গেলেন সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব।

জয়নগর ১ নম্বর ব্লকের ধোসার চার একর এলাকা ঘিরে নতুন পর্যটন কেন্দ্র তৈরির চিন্তাভাবনা করেছেন রাজ্য সরকার বলে জানালেন স্থানীয় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। সেচদপ্তরের চার একর জমিতে ডাবু খালের ধারে তৈরি হবে পিকনিক স্পট ও শিশু উদ্যান। ইতিমধ্যেই এই কাজের জন্য জমিও পরিদর্শন করেছেন সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব অত্রি ভট্টাচার্য। তিনি বলেন, জমি দেখা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনকে বাঁচাতে এবার এগিয়ে এলো সুন্দরবনের মহিলারা

অনেক কিছুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, পিকনিক স্পট সহ গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।ধোসার চার একর এলাকাটি নবগ্রাম, চালতাবেড়িয়া ও ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এই এলাকায় ডাবু খালের পাশে সেচ দফতরের যে জায়গা আছে, তার মধ্যে চার একর জমি প্রাথমিকভাবে এই কাজের জন্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরায় জট! অনুমতি পত্র না মেলায় চরম সঙ্কটে শতাধিক মৎস্যজীবী

সূত্রের খবর, পিকনিকের জায়গা সহ মানুষের পর্যাপ্ত বসার জায়গা, শিশু উদ্যান করার চিন্তাভাবনা করা হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, এই এলাকায় পিকনিক গার্ডেন করলে শীতকালে মানুষের ভিড় বাড়বে।তাতে আমাদের কর্মসংস্থানও হবে।স্থানীয় বিধায়কের ও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: সুমনা এন্ড ফ্রেন্ডস-এর উদ্যোগে ঝড়খালিতে গড়ে উঠছে সবুজের দেওয়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবন -এর ডাবু এলাকাকে ঘিরে আধুনিক পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে সরকার

আপডেট : ৩ মে ২০২৫, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সুন্দরবন এর পর্যটনে আরও বেশি করে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।আর তাই ঢেলে সাজানো হচ্ছে সুন্দরবনকে।আর তাই এবার সুন্দরবন এর ডাবু খালের ধারে তৈরি হবে পিকনিক স্পট।আর সম্প্রতি ডাবু এলাকার জমি পরিদর্শন করে গেলেন সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব।

জয়নগর ১ নম্বর ব্লকের ধোসার চার একর এলাকা ঘিরে নতুন পর্যটন কেন্দ্র তৈরির চিন্তাভাবনা করেছেন রাজ্য সরকার বলে জানালেন স্থানীয় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। সেচদপ্তরের চার একর জমিতে ডাবু খালের ধারে তৈরি হবে পিকনিক স্পট ও শিশু উদ্যান। ইতিমধ্যেই এই কাজের জন্য জমিও পরিদর্শন করেছেন সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব অত্রি ভট্টাচার্য। তিনি বলেন, জমি দেখা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনকে বাঁচাতে এবার এগিয়ে এলো সুন্দরবনের মহিলারা

অনেক কিছুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, পিকনিক স্পট সহ গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।ধোসার চার একর এলাকাটি নবগ্রাম, চালতাবেড়িয়া ও ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এই এলাকায় ডাবু খালের পাশে সেচ দফতরের যে জায়গা আছে, তার মধ্যে চার একর জমি প্রাথমিকভাবে এই কাজের জন্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরায় জট! অনুমতি পত্র না মেলায় চরম সঙ্কটে শতাধিক মৎস্যজীবী

সূত্রের খবর, পিকনিকের জায়গা সহ মানুষের পর্যাপ্ত বসার জায়গা, শিশু উদ্যান করার চিন্তাভাবনা করা হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, এই এলাকায় পিকনিক গার্ডেন করলে শীতকালে মানুষের ভিড় বাড়বে।তাতে আমাদের কর্মসংস্থানও হবে।স্থানীয় বিধায়কের ও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: সুমনা এন্ড ফ্রেন্ডস-এর উদ্যোগে ঝড়খালিতে গড়ে উঠছে সবুজের দেওয়াল