১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৯–১৪ বছরের মেয়েদের জন্য সারভাইক্যাল ক্যান্সারের টিকার ব্যবস্থা করবে সরকার

সামিমা এহসানা
  • আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক: সারভাইক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার রোধে বড় পদক্ষেপ নেবে কেন্দ্র। ৯–১৪ বছরের মেয়েদের এই ক্যান্সারের টিকা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এমনটাই বাজেট পেশের সময় জানিয়েছেন, অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।

কিন্তু কবে থেকে শুরু হবে এই নিয়ে কোনও তথ্য জানা যায়নি। সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যমে হঠাৎই মেয়েদের সারভাইক্যাল ক্যান্সারের টিকা দেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তড়িঘড়ি স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবারের বাজেটে এই খবর শোনার পর অনেকে বলছেন, লোকসভার আগে এই টিকাকরণের খবর দিয়ে চমকে দিতে চাইছিল সরকার। সেই কারণেই সেদিন সংবাদমাধ্যমের খবর নাকচ করা হয়েছিল।

ভারতে সারভাইক্যাল ক্যান্সারের টিকা পাওয়া যায়। তবে তার দাম প্রায় দু’হাজার টাকা। সেই কারণেই এখনও তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। এই টিকা দেওয়া শুরু করতে পারলে মারণ রোগের হাত থেকে রক্ষা পাবে মেয়েরা।

গোটা বিশ্বের ১৬ শতাংশ নারীর বাস ভারতে। কিন্তু গোটা বিশ্বের তিন ভাগের এক ভাগ সারভাইক্যাল ক্যান্সারের শিকার হন ভারতীয় নারীরাই। একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর ভারতে ৮০ হাজার মেয়েরা এই অসুখের শিকার হয়, আর তাদের ৩৫ হাজারের মৃত্যুও হয় এই রোগে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৯–১৪ বছরের মেয়েদের জন্য সারভাইক্যাল ক্যান্সারের টিকার ব্যবস্থা করবে সরকার

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সারভাইক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার রোধে বড় পদক্ষেপ নেবে কেন্দ্র। ৯–১৪ বছরের মেয়েদের এই ক্যান্সারের টিকা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এমনটাই বাজেট পেশের সময় জানিয়েছেন, অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।

কিন্তু কবে থেকে শুরু হবে এই নিয়ে কোনও তথ্য জানা যায়নি। সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যমে হঠাৎই মেয়েদের সারভাইক্যাল ক্যান্সারের টিকা দেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তড়িঘড়ি স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবারের বাজেটে এই খবর শোনার পর অনেকে বলছেন, লোকসভার আগে এই টিকাকরণের খবর দিয়ে চমকে দিতে চাইছিল সরকার। সেই কারণেই সেদিন সংবাদমাধ্যমের খবর নাকচ করা হয়েছিল।

ভারতে সারভাইক্যাল ক্যান্সারের টিকা পাওয়া যায়। তবে তার দাম প্রায় দু’হাজার টাকা। সেই কারণেই এখনও তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। এই টিকা দেওয়া শুরু করতে পারলে মারণ রোগের হাত থেকে রক্ষা পাবে মেয়েরা।

গোটা বিশ্বের ১৬ শতাংশ নারীর বাস ভারতে। কিন্তু গোটা বিশ্বের তিন ভাগের এক ভাগ সারভাইক্যাল ক্যান্সারের শিকার হন ভারতীয় নারীরাই। একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর ভারতে ৮০ হাজার মেয়েরা এই অসুখের শিকার হয়, আর তাদের ৩৫ হাজারের মৃত্যুও হয় এই রোগে।