০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা

সুস্মিতা
  • আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
  • / 237

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আসছে নয়া অতিথি। চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আনা হচ্ছে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরে হলুদ অ্যানাকোন্ডাও পাঠিয়েছিল মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক। গত মাসেই আলিপুর চিড়িয়াখানার একটি দল চেন্নাইয়ে যায়। সেখানে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা পছন্দ করে এসেছেন তাঁরা। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু কেন্দ্রীয় জু অথরিটির অনুমতির অপেক্ষা।

কেন্দ্রীয় জু অথরিটির সবুজ সংকেত পেলেই জোড়া সবুজ অ্যানাকোন্ডা আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হবে। দৈত্যাকার এই সাপ আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল বছর পাঁচেক আগে। ২০১৯ সালে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল। দর্শকদের চমক দিয়েছিল কর্তৃপক্ষ। সবুজ অ্যানাকোন্ডা হলুদ অ্যানাকোন্ডার থেকে দ্বিগুণ বড়। দৈত্যাকার এই সাপের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজির মতো। গত তিন বছর ধরে তার খোঁজ চালাচ্ছে আলিপুর চিড়িয়াখানা। সবুজ অ্যানাকোন্ডার জন্য  বহুদিন আগেই ঘর তৈরি হয়ে রয়েছে চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক একজোড়া সবুজ অ্যানাকোন্ডা পাঠাতে রাজি হয়েছে। কথাবার্তা সব চূড়ান্ত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় জু অথিরিটি ছাড়পত্র দিলে তাকে নিয়ে আসা হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পরপর ২ বাঘিনীর মৃত্যুতে Alipore Zoo-তে আতঙ্ক

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা

আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আসছে নয়া অতিথি। চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আনা হচ্ছে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরে হলুদ অ্যানাকোন্ডাও পাঠিয়েছিল মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক। গত মাসেই আলিপুর চিড়িয়াখানার একটি দল চেন্নাইয়ে যায়। সেখানে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা পছন্দ করে এসেছেন তাঁরা। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু কেন্দ্রীয় জু অথরিটির অনুমতির অপেক্ষা।

কেন্দ্রীয় জু অথরিটির সবুজ সংকেত পেলেই জোড়া সবুজ অ্যানাকোন্ডা আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হবে। দৈত্যাকার এই সাপ আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল বছর পাঁচেক আগে। ২০১৯ সালে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল। দর্শকদের চমক দিয়েছিল কর্তৃপক্ষ। সবুজ অ্যানাকোন্ডা হলুদ অ্যানাকোন্ডার থেকে দ্বিগুণ বড়। দৈত্যাকার এই সাপের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজির মতো। গত তিন বছর ধরে তার খোঁজ চালাচ্ছে আলিপুর চিড়িয়াখানা। সবুজ অ্যানাকোন্ডার জন্য  বহুদিন আগেই ঘর তৈরি হয়ে রয়েছে চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক একজোড়া সবুজ অ্যানাকোন্ডা পাঠাতে রাজি হয়েছে। কথাবার্তা সব চূড়ান্ত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় জু অথিরিটি ছাড়পত্র দিলে তাকে নিয়ে আসা হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পরপর ২ বাঘিনীর মৃত্যুতে Alipore Zoo-তে আতঙ্ক

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের