আদানির হয়ে সমাজমাধ্যমে খবর মোছার নির্দেশের নিন্দায় গিল্ড
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 202
পুবের কলম,ওয়েবডেস্ক: আদানি এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে লেখা এবং ভিডিয়ো প্রতিবেদন করার জন্য ৮৩ টি পোস্ট এবং ১৩৮টি লিঙ্ক সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার যে নির্দেশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা করেছে এডিটরস গিল্ড। দিল্লি হাইকোর্টের আদেশের ভিত্তিতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ দিয়েছে। তাই দিল্লি হাইকোর্টের আদেশেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অফ ইণ্ডিয়া। ৩৬ ঘন্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। গিল্ড বলেছে, কোনটা অবমাননাকর তা বিচারের দায় প্রশাসন একটি কর্পোরেট সংস্থার হাতে সম্প্রসারিত করেছে। এ প্রায় সেন্সর এর সমতুল। যে কোনও গণতন্ত্রে অবাধ এবং স্বাধীন সংবাদমাধ্যম অপরিহার্য। যে ব্যবস্থা একতরফাভাবে ব্যক্তি স্বার্থকে কোনও সমালোচনামূলক এবং অস্বস্তিকর কন্ঠস্বরকে দমন করতে অনুমতি দেয় সেই ব্যবস্থা জনসাধারণের অধিকারকে ঝুঁকির মুখে ঠেলে দেয়।


































