০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাত নির্বাচনের টিকিট  দিল্লিতে নির্ধারণ হয়, বিজেপির বিদ্রোহী বিধায়ক

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার
  • / 128

পুবের কলম ওয়েব ডেস্কঃ গুজরাতে বাঘোড়িয়া কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না। দলের প্রতি বীতশ্রদ্ধ মধুভাই শ্রীবাস্তব নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিতে যোগদান করে তিনি অনুতপ্ত বলে জানান। এ বিষয়ে শ্রীবাস্তবের মন্তব্য বিস্ফোরক । তাঁর মতে প্রার্থী নির্বাচনে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কোনও ভূমিকাই নেই। তিনি কিছুই করতে পারেন না। কারণ গুজরাত নির্বাচনে প্রার্থী চয়ন করে দিল্লির শীর্ষ নেতৃত্ব।

 

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

স্থানীয় বাহুবলী নেতা এবং দুঁদে রাজনীতিবিদ হিসেবে পরিচিত শ্রীবাস্তব জানান, ‘ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে আমি কথা বলিনি, কারণ পিএম মোদি এবং শাহের সঙ্গে আমার সরাসরি কথা হয়। তবে টিকিট না মেলায় এঁদের কারওর সঙ্গেই তিনি কথা বলেননি বলে জানান। সূত্রের খবর, শ্রীবাস্তব গুজরাতের ছ’জন বিদ্রোহীর মধ্যে একজন ছিলেন যিনি রাজ্যের মন্ত্রী হর্ষ সাংঘভির সঙ্গে মিলিত হতে অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

 

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

১৯৯৫ সালে নির্দল প্রার্থী হয়ে জয়লাভের পর তিনি বিজেপিতে শামিল হন। শ্রীবাস্তব এবং তাঁর পরিবারের সদসরা কংগ্রেস, জনতা দল এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিজের উপর আত্মবিশ্বাসী শ্রীবাস্তব জানান, আমি নিজের ইচ্ছেয় বিজেপিতে যোগ দিইনি। ১৯৯৫ সালে নির্দল প্রার্থী হিসেবে বড় ব্যবধানে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদি ও অমিত শাহ আমাকে বিজেপিতে যোগদানের অনুরোধ করেন। শ্রীবাস্তব আরও জানান, ‘ভদোদরায় বিজেপির জেলা সভাপতি অশ্বিন প্যাটেলকে আমার কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু প্যাটেল স্থানীয় নির্বাচনে কখনওই জিততে পারেননি। আমি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছি। ’

 

বিজেপির পক্ষ থেকে শ্রীবাস্তবের বক্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২৮২ আসল বিশিষ্ট গুজরাতে ১৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় রয়েছে পাঁচ মন্ত্রী, বিধানসভার স্পিকার সহ ৩৮ জনের নাম। হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি বিদ্রোহীদের হুমকি সম্মুখীন হয়েছে।

 

বিধানসভার ৬৮ আসনের মধ্যে ২১ টিতে  বিদ্রোহীরা    নির্বাচন লড়েছে। এবার গুজরাতেও একই সমস্যায় পড়তে চলেছে বলে মত রাজনৈতিক মহলের। ১ ও ৫ ডিসেম্বর গুজরাতে নির্বাচন হতে চলেছে। ফলাফল জানা যাবে ৮ ডিসেম্বরে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাত নির্বাচনের টিকিট  দিল্লিতে নির্ধারণ হয়, বিজেপির বিদ্রোহী বিধায়ক

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ গুজরাতে বাঘোড়িয়া কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না। দলের প্রতি বীতশ্রদ্ধ মধুভাই শ্রীবাস্তব নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিতে যোগদান করে তিনি অনুতপ্ত বলে জানান। এ বিষয়ে শ্রীবাস্তবের মন্তব্য বিস্ফোরক । তাঁর মতে প্রার্থী নির্বাচনে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কোনও ভূমিকাই নেই। তিনি কিছুই করতে পারেন না। কারণ গুজরাত নির্বাচনে প্রার্থী চয়ন করে দিল্লির শীর্ষ নেতৃত্ব।

 

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

স্থানীয় বাহুবলী নেতা এবং দুঁদে রাজনীতিবিদ হিসেবে পরিচিত শ্রীবাস্তব জানান, ‘ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে আমি কথা বলিনি, কারণ পিএম মোদি এবং শাহের সঙ্গে আমার সরাসরি কথা হয়। তবে টিকিট না মেলায় এঁদের কারওর সঙ্গেই তিনি কথা বলেননি বলে জানান। সূত্রের খবর, শ্রীবাস্তব গুজরাতের ছ’জন বিদ্রোহীর মধ্যে একজন ছিলেন যিনি রাজ্যের মন্ত্রী হর্ষ সাংঘভির সঙ্গে মিলিত হতে অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

 

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

১৯৯৫ সালে নির্দল প্রার্থী হয়ে জয়লাভের পর তিনি বিজেপিতে শামিল হন। শ্রীবাস্তব এবং তাঁর পরিবারের সদসরা কংগ্রেস, জনতা দল এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নিজের উপর আত্মবিশ্বাসী শ্রীবাস্তব জানান, আমি নিজের ইচ্ছেয় বিজেপিতে যোগ দিইনি। ১৯৯৫ সালে নির্দল প্রার্থী হিসেবে বড় ব্যবধানে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদি ও অমিত শাহ আমাকে বিজেপিতে যোগদানের অনুরোধ করেন। শ্রীবাস্তব আরও জানান, ‘ভদোদরায় বিজেপির জেলা সভাপতি অশ্বিন প্যাটেলকে আমার কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু প্যাটেল স্থানীয় নির্বাচনে কখনওই জিততে পারেননি। আমি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছি। ’

 

বিজেপির পক্ষ থেকে শ্রীবাস্তবের বক্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২৮২ আসল বিশিষ্ট গুজরাতে ১৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় রয়েছে পাঁচ মন্ত্রী, বিধানসভার স্পিকার সহ ৩৮ জনের নাম। হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি বিদ্রোহীদের হুমকি সম্মুখীন হয়েছে।

 

বিধানসভার ৬৮ আসনের মধ্যে ২১ টিতে  বিদ্রোহীরা    নির্বাচন লড়েছে। এবার গুজরাতেও একই সমস্যায় পড়তে চলেছে বলে মত রাজনৈতিক মহলের। ১ ও ৫ ডিসেম্বর গুজরাতে নির্বাচন হতে চলেছে। ফলাফল জানা যাবে ৮ ডিসেম্বরে।