০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেতু দুর্ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতিকে দায়ী করল গুজরাত হাই কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতির কারণেই সেতু দুর্ঘটনা বলে জানিয়ে দিল গুজরাত হাই কোর্ট।

আদালতের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার বৃহস্পতিবার গত ৩০ অক্টোবর সেতু দুর্ঘটনায় ১৩৫ জনের প্রাণহানির ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিক এস ভি জালাকে দায়ী করেছেন।

আরও পড়ুন: তিন মাসের জামিন আশারামের

সেতু দুর্ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতিকে দায়ী করল গুজরাত হাই কোর্ট

আরও পড়ুন: রাহুলের মামলা শুনল গুজরাত হাই কোর্ট, মঙ্গলে ফের শুনানি

এদিন প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এ জে শাস্ত্রীর ডিভিশন বেঞ্চ বলেন, মোরাবি নগর পালিকা প্রধান আধিকারিক এসভি জালা প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার জন্য দায়ী। এই ঘটনায় নগর পালিকা যে হলফনামা দাখিল করেছে তাতে বিশদ বিবরণ নেই। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১০ দিনের মধ্যে এই ধরনের ব্রিজগুলির অবস্থা কেমন আছে তার রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে সেতু দুর্ঘটনায় সুয়োমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুজরাতের সেতু দুর্ঘটনা: একটি হুঁশিয়ারি….. কেমন আছে দেশের ৮টি বিখ্যাত ঝুলন্ত ব্রিজ

আদালত আরও নির্দেশ দিয়ে বলে, এটি উপযুক্ত সময় যে সমস্ত আধিকারিক যারা রাজ্য জুড়ে এই জাতীয় সেতুগুলি পর্যবেক্ষণের দায়িত্বে আছেন, তাদের নিশ্চিত করতে হবে এই ব্রিজগুলির অবস্থা সম্পর্কে। আর সেটি যদি না থাকে তবে তার প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, মৃতদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কোর্ট তাতে খুশি নয়। একটি পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিৎ। সেই সঙ্গে মৃতদের নামের পাশে বর্ণের উল্লেখ দেখে আদালত অসন্তুষ্ট বলে জানিয়ে দিয়েছে।
শুনানির চলার সময় প্রধান সরকারি আইনজীবী বলেন, যদি আদালতের কাছে ওই পরিবারগুলিকে সাহায্য করার জন্য কোনও স্কিম বা প্রকল্প থাকে তাহলে কোর্ট সেটা জানাতে পারে।

আদালতের প্রধান বিচারপতি সেতু দুর্ঘটনায় নিম্ন আদালতে কখন সিট রিপোর্ট জমা দিয়েছিল তার বিশদ বিবরণ রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে।
মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেতু দুর্ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতিকে দায়ী করল গুজরাত হাই কোর্ট

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতির কারণেই সেতু দুর্ঘটনা বলে জানিয়ে দিল গুজরাত হাই কোর্ট।

আদালতের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার বৃহস্পতিবার গত ৩০ অক্টোবর সেতু দুর্ঘটনায় ১৩৫ জনের প্রাণহানির ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিক এস ভি জালাকে দায়ী করেছেন।

আরও পড়ুন: তিন মাসের জামিন আশারামের

সেতু দুর্ঘটনায় মোরাবি নগর পালিকার মুখ্য আধিকারিকের গাফিলতিকে দায়ী করল গুজরাত হাই কোর্ট

আরও পড়ুন: রাহুলের মামলা শুনল গুজরাত হাই কোর্ট, মঙ্গলে ফের শুনানি

এদিন প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এ জে শাস্ত্রীর ডিভিশন বেঞ্চ বলেন, মোরাবি নগর পালিকা প্রধান আধিকারিক এসভি জালা প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার জন্য দায়ী। এই ঘটনায় নগর পালিকা যে হলফনামা দাখিল করেছে তাতে বিশদ বিবরণ নেই। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১০ দিনের মধ্যে এই ধরনের ব্রিজগুলির অবস্থা কেমন আছে তার রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে সেতু দুর্ঘটনায় সুয়োমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুজরাতের সেতু দুর্ঘটনা: একটি হুঁশিয়ারি….. কেমন আছে দেশের ৮টি বিখ্যাত ঝুলন্ত ব্রিজ

আদালত আরও নির্দেশ দিয়ে বলে, এটি উপযুক্ত সময় যে সমস্ত আধিকারিক যারা রাজ্য জুড়ে এই জাতীয় সেতুগুলি পর্যবেক্ষণের দায়িত্বে আছেন, তাদের নিশ্চিত করতে হবে এই ব্রিজগুলির অবস্থা সম্পর্কে। আর সেটি যদি না থাকে তবে তার প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, মৃতদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কোর্ট তাতে খুশি নয়। একটি পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিৎ। সেই সঙ্গে মৃতদের নামের পাশে বর্ণের উল্লেখ দেখে আদালত অসন্তুষ্ট বলে জানিয়ে দিয়েছে।
শুনানির চলার সময় প্রধান সরকারি আইনজীবী বলেন, যদি আদালতের কাছে ওই পরিবারগুলিকে সাহায্য করার জন্য কোনও স্কিম বা প্রকল্প থাকে তাহলে কোর্ট সেটা জানাতে পারে।

আদালতের প্রধান বিচারপতি সেতু দুর্ঘটনায় নিম্ন আদালতে কখন সিট রিপোর্ট জমা দিয়েছিল তার বিশদ বিবরণ রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে।
মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর।