২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাত, ইউপি অসমে পোশাক রীতি রয়েছে, লোগো নিয়ে সওয়াল ব্রাত্যর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার
  • / 70

পুবের কলম প্রতিবেদকঃ পোশাকে রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগো লাগানো নিয়ে বির্তক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিশ্ববাংলা লোগো তো সরকারি। এতে সমস্যা কোথায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একমত হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সওয়াল ৩০ জুন ২০২১ গুজরাতে ঘোষণা করা হয় ১৪ লাখ অঙ্গনওয়ারী বাচ্চাদের পোশাক দেওয়া হচ্ছে। খাকি হাফ প্যান্ট শার্ট ও বেইজ শার্ট পড়ার নির্দেশ দেয়।

উত্তরপ্রদেশে আগে থেকেই ছিল খাকি ইউনিফর্ম। ৬ নভেম্বর ২০২১ সালে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন তারা ইউপি স্কুল ড্রেস যোজনা ১.৮ কোটি ছাত্র-ছাত্রীকে স্কুল ইউনিফর্ম -এর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন। নতুন ইউনিফর্ম-এর রঙ হবে খয়েরি হাফ প্যান্ট স্কার্ট আর লাল শার্ট।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

 

আরও পড়ুন: অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

উল্লেখ্য, গত রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হল। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সরবরাহ করা হবে পোশাক এমনই জানানো হয়েছে সমগ্র শিক্ষা মিশনের তরফে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

আগের মতই পড়ুয়ারা পাবে স্কুল ব্যাগ এবং জুতো। প্রত্যেকটি ব্যাগের উপরও থাকবে সরকারি লোগো। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

এমনকি বিজেপি শাসিত রাজ্য অসমেও ৬ মার্চ ২০১৯ একটি অর্ডার দেওয়া হয়। সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্যে গাঢ নীল প্যান্ট স্কার্ট বা ছাই রঙের শার্ট। অপরদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গাঢ় নীল প্যান্ট স্কার্ট ও সাদা রঙের শার্টের কথা বলা হয়। ব্রাত্য বসু জানিয়েছেন আগে পুলিশের লাল পাগড়ি ছিল।

গুজরাতে অঙ্গনওয়াড়ীর বাচ্চাদের পোশাক বদল হয়েছে। উত্তরপ্রদেশে পোশাক বদল হয়েছে। বিশ্ব বাংলা লোগো রাজনৈতিক দলের লোগো নয়। এটা প্রশাসনিক লোগো। বাংলা আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এটা মনে করে নিজের রাজ্যের মর্যাদা। এটাকে রাজনৈতিকভাবে দেখা দুঃখজনক।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাত, ইউপি অসমে পোশাক রীতি রয়েছে, লোগো নিয়ে সওয়াল ব্রাত্যর

আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ পোশাকে রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগো লাগানো নিয়ে বির্তক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিশ্ববাংলা লোগো তো সরকারি। এতে সমস্যা কোথায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একমত হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সওয়াল ৩০ জুন ২০২১ গুজরাতে ঘোষণা করা হয় ১৪ লাখ অঙ্গনওয়ারী বাচ্চাদের পোশাক দেওয়া হচ্ছে। খাকি হাফ প্যান্ট শার্ট ও বেইজ শার্ট পড়ার নির্দেশ দেয়।

উত্তরপ্রদেশে আগে থেকেই ছিল খাকি ইউনিফর্ম। ৬ নভেম্বর ২০২১ সালে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন তারা ইউপি স্কুল ড্রেস যোজনা ১.৮ কোটি ছাত্র-ছাত্রীকে স্কুল ইউনিফর্ম -এর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন। নতুন ইউনিফর্ম-এর রঙ হবে খয়েরি হাফ প্যান্ট স্কার্ট আর লাল শার্ট।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

 

আরও পড়ুন: অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

উল্লেখ্য, গত রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হল। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সরবরাহ করা হবে পোশাক এমনই জানানো হয়েছে সমগ্র শিক্ষা মিশনের তরফে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

আগের মতই পড়ুয়ারা পাবে স্কুল ব্যাগ এবং জুতো। প্রত্যেকটি ব্যাগের উপরও থাকবে সরকারি লোগো। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

এমনকি বিজেপি শাসিত রাজ্য অসমেও ৬ মার্চ ২০১৯ একটি অর্ডার দেওয়া হয়। সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্যে গাঢ নীল প্যান্ট স্কার্ট বা ছাই রঙের শার্ট। অপরদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গাঢ় নীল প্যান্ট স্কার্ট ও সাদা রঙের শার্টের কথা বলা হয়। ব্রাত্য বসু জানিয়েছেন আগে পুলিশের লাল পাগড়ি ছিল।

গুজরাতে অঙ্গনওয়াড়ীর বাচ্চাদের পোশাক বদল হয়েছে। উত্তরপ্রদেশে পোশাক বদল হয়েছে। বিশ্ব বাংলা লোগো রাজনৈতিক দলের লোগো নয়। এটা প্রশাসনিক লোগো। বাংলা আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এটা মনে করে নিজের রাজ্যের মর্যাদা। এটাকে রাজনৈতিকভাবে দেখা দুঃখজনক।