রেস্তরাঁ খোলার বিরোধিতায় সরব সংঘ পরিবার
- আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- / 17
পুবের কলম ডেস্ক : ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে দিতেও আপত্তি সংঘ পরিবারের৷ একটি হিন্দু উগ্রপন্থী দল মুসলমান মালিকানাধীন একটি রেস্তোরাঁ খোলার বিরোধিতায় সরব হয়েছে৷ এর একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।টুইটারে পোস্ট করা ভিডিয়োটিতে জনতাকে স্লোগান দিতে দেখা যায় ‘যদি আপনি ভারতে থাকতে চান, আপনাকে জয় শ্রী রাম বলতে হবে’ (হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা)৷ গুজরাতের এই ভিডিয়োতে উন্মত্ত জনতাকে ‘বন্দে মাতরম’ বলতেও শোনা যায়। দেশ কে গদ্দারোঁ কো, জুতে মারো সালো কো–এমন স্লোগানও শোনা যায়৷
মুসলিম মালিকানাধীন দোকান ও ব্যবসা সম্প্রতি হিন্দু চরমপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি একটি পৃথক ঘটনায় কর্ণাটকের বেলাগাভির উপকণ্ঠে একটি হিন্দু উগ্রপন্থী গোষ্ঠী এক মুসলিম মালিকানাধীন মুরগির দোকান ভাংচুর করেছে৷