০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রবি সন্ধ্যায় আছড়ে পড়তে পারে গুলাব, বিপর্যয় এড়াতে সেনাকে প্রস্তুত থাকার অনুরোধ রাজ্যের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্কঃ  ধেয়ে আসছে  ঘূর্ণিঝড় গুলাব৷ আজ রবিবার  সন্ধ্যার মধ্যেই  তার  আছড়ে পড়ার কথা দক্ষিণ ওড়িশা এবং  উত্তর  অন্ধ্রের কোন এক স্থানে।

আলিপুর  আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে  রাজ্যে গুলাবের প্রভাব  সেই ভাবে  না পড়লেও  হতে পারে  প্রবল বর্ষণ। তবে কোন ঝুঁকি  নিতে রাজি  নয় রাজ্য। তাই সেনাকে প্রস্তুত  থাকার অনুরোধ করা হয়েছে নবান্ন থেকে।

আরও পড়ুন: রবিবাসরীয় সন্ধ্যেয়  আরসিবির বিরুদ্ধে নয়া পঞ্জাব

এই সাইক্লোনটা চলে যাওয়ার পর ফের একটি সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯শে সেপ্টেম্বর  নিম্নচাপ তৈরি হতে পারে।  যার জেরে  প্রবল বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  হাওড়া, হুগলি  এবং  দুই  ২৪ পরগণা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর  কমলা সতর্কতা  জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবি সন্ধ্যায় আছড়ে পড়তে পারে গুলাব, বিপর্যয় এড়াতে সেনাকে প্রস্তুত থাকার অনুরোধ রাজ্যের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  ধেয়ে আসছে  ঘূর্ণিঝড় গুলাব৷ আজ রবিবার  সন্ধ্যার মধ্যেই  তার  আছড়ে পড়ার কথা দক্ষিণ ওড়িশা এবং  উত্তর  অন্ধ্রের কোন এক স্থানে।

আলিপুর  আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে  রাজ্যে গুলাবের প্রভাব  সেই ভাবে  না পড়লেও  হতে পারে  প্রবল বর্ষণ। তবে কোন ঝুঁকি  নিতে রাজি  নয় রাজ্য। তাই সেনাকে প্রস্তুত  থাকার অনুরোধ করা হয়েছে নবান্ন থেকে।

আরও পড়ুন: রবিবাসরীয় সন্ধ্যেয়  আরসিবির বিরুদ্ধে নয়া পঞ্জাব

এই সাইক্লোনটা চলে যাওয়ার পর ফের একটি সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯শে সেপ্টেম্বর  নিম্নচাপ তৈরি হতে পারে।  যার জেরে  প্রবল বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  হাওড়া, হুগলি  এবং  দুই  ২৪ পরগণা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর  কমলা সতর্কতা  জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর