গুরু নানকের জন্মজয়ন্তী, ১৪ পুণ্যার্থীকে সীমান্ত থেকেই ফেরত পাঠাল পাক প্রশাসন
- আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
- / 77
গুরু নানকের জন্মজয়ন্তী, ১৪ পুণ্যার্থীকে সীমান্ত থেকেই ফেরত পাঠাল পাক প্রশাসন
পুবের কলম, চণ্ডীগড়: গুরু নানকানা সাহিবে গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তীতে অংশ নিতে দিল না পাকিস্তান কর্তৃপক্ষ। জন্মজয়ন্তী উৎসবে অংশ নিতে প্রাথমিকভাবে ২১০০ জনকে ছাড়পত্র দিয়েছিল ভারতীয় স্বারষ্ট্রমন্ত্রক। এর মধ্যে মঙ্গলবার ওয়াঘা সীমান্ত দিয়ে ১৯০০ জন পাকিস্তানে প্রবেশ করেছে। কিন্তু ১৪ জন পুণ্যার্থীকে সীমান্ত থেকেই ফেরত পাঠিয়েছে পাক কর্তৃপক্ষ। শুধুমাত্র ধর্মে হিন্দু হওয়ার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, ১৪ জন পুণ্যার্থীই পাকিস্তানি বংশোদ্ভূত সিন্ধি এবং ভারতীয় নাগরিক। পুণ্যার্থীদের অভিযোগ, পাকিস্তান কর্তৃপক্ষ তরফে তাঁদের বলা হয়েছে, “আপনারা হিন্দু, শিখ পুণ্যার্থীদের সঙ্গে আপনাদের ঢুকতে দেওয়া হবে না।”
উল্লেখ্য, লাহোর থেকে ৮০ কিলোমিটার দূরে বুধবার গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবে মূল অনুষ্ঠানটি হয়। গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উৎসবে অংশ নিতে প্রাথমিকভাবে ২১০০ জনকে ছাড়পত্র দিয়েছিল ভারতীয় স্বারষ্ট্রমন্ত্রক। এর মধ্যে মঙ্গলবার ওয়াঘা সীমান্ত দিয়ে ১৯০০ জন পাকিস্তানে প্রবেশ করেছে। কিন্তু ওই ১৪ জন হিন্দু হওয়ায় তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়াও যে ৩০০ জন ব্যক্তিগতভাবে ভিসার আবেদন করেছিলেন, তাঁদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনপত্র না থাকায় ফেরত পাঠানো হয়। জানা গিয়েছে, ১৪ পুণ্যার্থী দিল্লি এবং লখনউয়ের বাসিন্দা। পাক কর্মকর্তারা পুণ্যার্থীদের জানায়, যে তাদের রেকর্ডে কেবল শিখ হিসাবে ট্যাগ করা ব্যক্তিদের অনুমতি দেওয়া হবে বলে। যেহেতু তারা হিন্দু ফলে তাদের ফিরে যেতে হবে।
এদিকে গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উৎসবে অংশ নিতে পাক ভূমে পা রেখেছেন অকাল তখত নেতা জ্ঞানী কুলদীপ সিং গর্গজ, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য বিবি গুরিন্দর কৌর এবং দিল্লি গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির রবীন্দর সিং সুইটা সহ ভারতীয় শিখ নেতা ও ভক্তদের একটি প্রতিনিধি দল। জানা গিয়েছে, বুধবার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন তারা। ১০ দিনের এই যাত্রায় শিখ নেতা ও ভক্তরা হাসান আবদালের গুরুদ্বার পাঞ্জা সাহিব, ফারুকবাদের গুরুদ্বার সাচা সৌদা এবং কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিবেও শ্রদ্ধা জানাবেন।



























