পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির উদ্দেশে যাত্রা করতে প্রস্তুত বহু ভারতীয় এবার নতুন করে জটিলতায় পড়তে চলেছেন। ভারতে এইচ–১বি ভিসার ইন্টারভিউ–তারিখ হঠাৎই পিছিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ডিসেম্বর মাসে যাঁদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল, তাঁদের নতুন তারিখ দেওয়া হয়েছে আগামী মার্চে।
মঙ্গলবার রাতে নয়াদিল্লি অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, যেসব আবেদনকারীর ইন্টারভিউ পুনঃনির্ধারণ করা হয়েছে, তাঁদের সহায়তা করবে ‘মিশন ইন্ডিয়া’। নতুন তারিখ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেখানেও সহায়তা দেওয়া হবে। তবে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে—ইন্টারভিউয়ের নতুন তারিখ জানার পর পুরোনো তারিখে কেউ কনস্যুলেটে হাজির হলে তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
কেন এই পদক্ষেপ নেওয়া হলো, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের দাবি, মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিছু নতুন নিয়ম চালু করেছে। এর প্রভাব পড়ছে এইচ–১বি আবেদনকারীদের ওপর।
এইচ–১বি একটি অ–অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিদেশি দক্ষ কর্মীরা নির্দিষ্ট সময়ের জন্য মার্কিন সংস্থায় কাজ করতে পারেন। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ভিসা নীতি কঠোর করায় আগের তুলনায় ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে, এবং বাড়ানো হয়েছে নজরদারিও।





























