পায়ে পায়ে বল নাচছে,যে দৃশ্যের জন্য গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা লিওনেল মেসিকে চেনেন। সেই চেনা ছবি এবার দেখা গেল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। কলকাতার যুবভারতীতে নয়, তেলেঙ্গানার মাটিতেই মেসির জাদু উপভোগ করলেন দর্শকরা।
মাঠে মেসির পাশে ছিলেন সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। শনিবার দুপুর নাগাদ কলকাতা থেকে হায়দরাবাদে পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সন্ধ্যায় বিশেষ প্রদর্শনী ম্যাচে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। মাঠের চারপাশে ভিড় ছিল সীমিত, ফলে গ্যালারি থেকে দর্শকদের মেসিকে দেখতে কোনও অসুবিধা হয়নি।
এরপর গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন মেসি। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কিছুক্ষণ ফুটবল খেলতেও দেখা যায় তাঁকে। আলোয় ঝলমল করছিল স্টেডিয়াম চত্বর। অনুষ্ঠানের শেষ পর্বে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিজের সই করা একটি জার্সি উপহার দেন লিওনেল মেসি। কলকাতায় যে সব মুহূর্ত অপূর্ণ থেকে গিয়েছিল, তার অনেকটাই যেন হায়দরাবাদে পূর্ণতা পেল—এমনটাই মত ফুটবলপ্রেমীদের।





























