২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র হজ ২০২২­ সউদিতে পৌঁছেছেন দেড় লক্ষ যাত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জুন ২০২২, সোমবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র হজের তোড়জোড় শুরু হয়েছে গিয়েছে। মহান খোদার ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সউদি আরবে গিয়ে হাজির হচ্ছেন। এ বছর ১০ লক্ষ মুসলিম পবিত্র হজ আদায় করার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই বিমান ও স্থলপথে সউদিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি হজযাত্রী। হজমন্ত্রক জানায়, হজের প্রথম ফ্লাইট চালুর পর থেকে মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লক্ষ ৩৬ হাজার যাত্রী এসে পৌঁছেছেন। স্থলপথে সউদিতে পা রেখেছেন ১১ হাজার ৮৭ জন যাত্রী। জানা যায়, এখনও পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে ২৩ হাজার ৬০৪জন, ভারত থেকে ২১ হাজার ৭৯০জন, পাকিস্তান থেকে ৯৩৮৩জন, বাংলাদেশ থেকে ৮৬৮০জন ও ইরান থেকে ৬৩২৬জন সউদিতে পৌঁছেছেন। মদিনা থেকে মক্কার উদ্দেশে রওনা দিয়েছেন ৫০ হাজারের মতো হজযাত্রী। সউদিতে আগত এসব মেহমানদের সেবায় নিয়োজিত পাসপোর্ট ফিল্ড টিমের কর্মকর্তারা ১৩ ভাষায় সেবা দিচ্ছেন। পাসপোর্ট কর্মকর্তাদের দলগুলো যেসব ভাষায় হজযাত্রীদের সাথে যোগাযোগ করবেন, তার মধ্যে রয়েছে- ইংরেজি, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, জাপানি, ফার্সি, উর্দু, তুর্কি, পর্তুগিজ ও বাংলা। মূলত এ ১৩টি ভাষাতেই বিশ্বের অধিকাংশ দেশের মানুষ কথা বলে থাকেন। দল দুটিকে মোতায়েন করা হয়েছে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। করোনার জেরে গত দুই বছর বিদেশিদের হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। দেশের ভেতরের সামান্য কিছু হাজিকে নিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়, তাও অনেক বিধি-নিষেধের মধ্য দিয়ে। এ বছর সউদি সরকার ১০ লক্ষ মুসলিমকে হজ পালনের অনুমতি দিয়েছে। ফের একবার বড় পরিসরে হজ পালনের সিদ্ধান্তে খুশি মুসলিমরা।

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র হজ ২০২২­ সউদিতে পৌঁছেছেন দেড় লক্ষ যাত্রী

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র হজের তোড়জোড় শুরু হয়েছে গিয়েছে। মহান খোদার ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সউদি আরবে গিয়ে হাজির হচ্ছেন। এ বছর ১০ লক্ষ মুসলিম পবিত্র হজ আদায় করার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই বিমান ও স্থলপথে সউদিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি হজযাত্রী। হজমন্ত্রক জানায়, হজের প্রথম ফ্লাইট চালুর পর থেকে মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লক্ষ ৩৬ হাজার যাত্রী এসে পৌঁছেছেন। স্থলপথে সউদিতে পা রেখেছেন ১১ হাজার ৮৭ জন যাত্রী। জানা যায়, এখনও পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে ২৩ হাজার ৬০৪জন, ভারত থেকে ২১ হাজার ৭৯০জন, পাকিস্তান থেকে ৯৩৮৩জন, বাংলাদেশ থেকে ৮৬৮০জন ও ইরান থেকে ৬৩২৬জন সউদিতে পৌঁছেছেন। মদিনা থেকে মক্কার উদ্দেশে রওনা দিয়েছেন ৫০ হাজারের মতো হজযাত্রী। সউদিতে আগত এসব মেহমানদের সেবায় নিয়োজিত পাসপোর্ট ফিল্ড টিমের কর্মকর্তারা ১৩ ভাষায় সেবা দিচ্ছেন। পাসপোর্ট কর্মকর্তাদের দলগুলো যেসব ভাষায় হজযাত্রীদের সাথে যোগাযোগ করবেন, তার মধ্যে রয়েছে- ইংরেজি, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, জাপানি, ফার্সি, উর্দু, তুর্কি, পর্তুগিজ ও বাংলা। মূলত এ ১৩টি ভাষাতেই বিশ্বের অধিকাংশ দেশের মানুষ কথা বলে থাকেন। দল দুটিকে মোতায়েন করা হয়েছে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। করোনার জেরে গত দুই বছর বিদেশিদের হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। দেশের ভেতরের সামান্য কিছু হাজিকে নিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়, তাও অনেক বিধি-নিষেধের মধ্য দিয়ে। এ বছর সউদি সরকার ১০ লক্ষ মুসলিমকে হজ পালনের অনুমতি দিয়েছে। ফের একবার বড় পরিসরে হজ পালনের সিদ্ধান্তে খুশি মুসলিমরা।

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির