০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অর্ধনগ্ন হয়ে জুম মিটিং, নারী বিচারক বরখাস্ত!

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২২, রবিবার
  • / 49

 পুবের কলম ওয়েব ডেস্কঃ ভার্চুয়াল জুম মিটিংয়ের সময় অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে ধূমপান করছিলেন কলম্বিয়ার একজন নারী বিচারক। এরকম একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই ওই বিচারকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। জানা যায়, কলম্বিয়ার ওই মহিলা বিচারক প্রায়ই ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকের ছবি দিতেন। ৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, ৩৪ বছর বয়সী বিচারক ভিভিয়ান পোলানিয়া রুমের একটি বেডে আরামে শুয়ে আছেন। এসময় তাকে অর্ধনগ্ন দেখা যায়। তাছাড়া সিগারেটের মাধ্যমে মাদক গ্রহণ করছিলেন পোলানিয়া। সেসময় জুম মিটিংয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছিল। এক পর্যায়ে প্রসিকিউটার পোলানিয়াকে বলেন, আপনার ক্যামেরা কিন্তু চালু রয়েছে। পরে তাৎক্ষণিক ক্যামেরা বন্ধ করে দেন মহিলা বিচারক। যদিও শুনানি চলতে থাকে। একজন কলম্বিয়ান আইনজীবী ভিভিয়ান পোলানিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ন্যাশনাল কমিশন অব জুডিশিয়াল এথিক্সের কাছে জানিয়েছেন। কমিশন এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, পোলানিয়াকে বরখাস্তের আদেশ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এ ঘটনার জবাবে মহিলা বিচারক পোলানিয়া বলেন, শুনানি চলাকালে উদ্বিগ্ন থাকায় তিনি বিছানায় শুয়ে ছিলেন।

আরও পড়ুন: বিচারককে খুনের হুমকি! অভিযুক্ত এবং তার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্ধনগ্ন হয়ে জুম মিটিং, নারী বিচারক বরখাস্ত!

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, রবিবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ ভার্চুয়াল জুম মিটিংয়ের সময় অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে ধূমপান করছিলেন কলম্বিয়ার একজন নারী বিচারক। এরকম একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই ওই বিচারকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। জানা যায়, কলম্বিয়ার ওই মহিলা বিচারক প্রায়ই ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকের ছবি দিতেন। ৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, ৩৪ বছর বয়সী বিচারক ভিভিয়ান পোলানিয়া রুমের একটি বেডে আরামে শুয়ে আছেন। এসময় তাকে অর্ধনগ্ন দেখা যায়। তাছাড়া সিগারেটের মাধ্যমে মাদক গ্রহণ করছিলেন পোলানিয়া। সেসময় জুম মিটিংয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছিল। এক পর্যায়ে প্রসিকিউটার পোলানিয়াকে বলেন, আপনার ক্যামেরা কিন্তু চালু রয়েছে। পরে তাৎক্ষণিক ক্যামেরা বন্ধ করে দেন মহিলা বিচারক। যদিও শুনানি চলতে থাকে। একজন কলম্বিয়ান আইনজীবী ভিভিয়ান পোলানিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ন্যাশনাল কমিশন অব জুডিশিয়াল এথিক্সের কাছে জানিয়েছেন। কমিশন এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, পোলানিয়াকে বরখাস্তের আদেশ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এ ঘটনার জবাবে মহিলা বিচারক পোলানিয়া বলেন, শুনানি চলাকালে উদ্বিগ্ন থাকায় তিনি বিছানায় শুয়ে ছিলেন।

আরও পড়ুন: বিচারককে খুনের হুমকি! অভিযুক্ত এবং তার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ