০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
এইসব তৃণমূলি গল্প : মন্তব্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

এনআরসি আতঙ্ক! রিজেন্ট পার্কে উদ্ধার প্রবীণের ঝুলন্ত দেহ

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 14

পুবের কলম প্রতিবেদক:  রিজেন্ট পার্কে এক প্রবীণের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। রবিবার নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলীপ সাহা (৫৯)। তিনি রিজেন্ট পার্কের আনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা। ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন এই প্রবীণ।

জানা গিয়েছে, রবিবার সকালে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে একাধিকবার ডাকাডাকি করেন স্ত্রী। কিন্তু কোনও সাড়া দেননি দিলীপ। এর পরেই পাশের বাড়ি থেকে এক আত্মীয়কে ডাকেন তিনি। সেই আত্মীয়ই দরজা ভাঙার পরামর্শ দেন। দরজা ভেঙে দিলীপ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশই দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: পাটনা এইমসে রহস্যমৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার! জারি তদন্ত  

 

আরও পড়ুন: নিকো পার্কে যুবকের রহস্যমৃত্যু! গাফিলতির অভিযোগ পরিবারের

জানা গিয়েছে, একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাও খতিয়ে দেখা হচ্ছে। দিলীপের পরিবারের দাবি, গত এক সপ্তাহ ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন দিলীপ। এনআরসি হলে তাঁকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই আশঙ্কাও করতে শুরু করেন তিনি। সেই ভয় থেকেই কি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই প্রবীণ? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: পুদুচেরিতে মডেল সান রেচ্যালের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

 

মৃতের স্ত্রী আরতি সাহা বলেন, ‘আমাদের ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এ দেশের নাগরিক হিসেবে সমস্ত নথি রয়েছে। কিন্তু তবু যে কেন ও ভয় পেত!’ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্র মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ভয় ধরিয়ে দিচ্ছে। বাংলার মানুষকে ভাতে মারার, প্রাণে মারার, জল ছেড়ে মারার ছক কষেছে ওরা।’ যদিও বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনাকে তৃণমূলি গল্প বলে উড়িয়ে দেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এইসব তৃণমূলি গল্প : মন্তব্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

এনআরসি আতঙ্ক! রিজেন্ট পার্কে উদ্ধার প্রবীণের ঝুলন্ত দেহ

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক:  রিজেন্ট পার্কে এক প্রবীণের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। রবিবার নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলীপ সাহা (৫৯)। তিনি রিজেন্ট পার্কের আনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা। ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন এই প্রবীণ।

জানা গিয়েছে, রবিবার সকালে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে একাধিকবার ডাকাডাকি করেন স্ত্রী। কিন্তু কোনও সাড়া দেননি দিলীপ। এর পরেই পাশের বাড়ি থেকে এক আত্মীয়কে ডাকেন তিনি। সেই আত্মীয়ই দরজা ভাঙার পরামর্শ দেন। দরজা ভেঙে দিলীপ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশই দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: পাটনা এইমসে রহস্যমৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার! জারি তদন্ত  

 

আরও পড়ুন: নিকো পার্কে যুবকের রহস্যমৃত্যু! গাফিলতির অভিযোগ পরিবারের

জানা গিয়েছে, একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাও খতিয়ে দেখা হচ্ছে। দিলীপের পরিবারের দাবি, গত এক সপ্তাহ ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন দিলীপ। এনআরসি হলে তাঁকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই আশঙ্কাও করতে শুরু করেন তিনি। সেই ভয় থেকেই কি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই প্রবীণ? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: পুদুচেরিতে মডেল সান রেচ্যালের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

 

মৃতের স্ত্রী আরতি সাহা বলেন, ‘আমাদের ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এ দেশের নাগরিক হিসেবে সমস্ত নথি রয়েছে। কিন্তু তবু যে কেন ও ভয় পেত!’ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্র মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ভয় ধরিয়ে দিচ্ছে। বাংলার মানুষকে ভাতে মারার, প্রাণে মারার, জল ছেড়ে মারার ছক কষেছে ওরা।’ যদিও বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনাকে তৃণমূলি গল্প বলে উড়িয়ে দেন।