১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইভিএম এ বিশ্বাস নেই, ২০০৩ থেকে বলছি : দিগ্বিজয় সিং

সামিমা এহসানা
  • আপডেট : ১ জানুয়ারী ২০২৪, সোমবার
  • / 46

পুবের কলম ওয়েব ডেস্ক: কয়েকদিন আগে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা প্রশ্ন তুলেছিলেন ইভিএম এর সততা নিয়ে। একই প্রসঙ্গে কয়েক সপ্তাহ আগে মুখ খুলেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। রবিবার আবারও একই বার্তা দেন দিগ্বিজয়।

তিনি বলেন, ২০০৩ সাল থেকেই আমি বলছি, ইভিএমে বিশ্বাস নেই। নির্বাচনে স্বচ্ছতা আনতে ইভিএম এর পাশাপাশি ভিভিপ্যাট এর প্রিন্ট ও দেওয়া হোক। আর সেটা ব্যালট বাক্সে ফেলার ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন: ইভিএমের বদলে ব্যালটে ভোটের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

কংগ্রেস নেতা বলেন, আমরা জানতেই পারছি নি আমাদের ভোট কোথায় গিয়ে পড়ছে। দুনিয়াতে এমন কোনও মেশিন নেই, যাতে চিপ লাগানো আছে, অথচ সেটা হ্যাক করা যায় না। এতে সফটওয়্যার যোগ করা আছে। তাকে যা নির্দেশ দেওয়া হবে, তাই করবে। আপনি ‘এ’ টাইপ করলে, সফটওয়্যার ‘এ’ বলবে আর ‘এ’ প্রিন্ট হবে।

আরও পড়ুন: বিজেপির জয়ে কারচুপির অভিযোগ জোরালো করলেন দিগ্বিজয়

তিনি বলেন, সফটওয়্যারকে যদি ‘পদ্ম ছাপ’ চেনানো হয়, এরপর যদি কেউ ‘হাত চিহ্নে’ ভোট দেয় তাহলে ইভিএম কি প্রিন্ট করবে? পদ্ম না হাত? এখন দেখা গেল ভিভিপ্যাট মেশিন কয়েক সেকেন্ডের জন্য আপনাকে হাত চিহ্ন দেখালো, আপনি খুশি হয়ে ফিরে গেলেন, এরপর ভোট গিয়ে পড়ল পদ্মে।

কংগ্রেস নেতা বলেন, ব্যালট পেপারে ভোট করানোর দাবি  বহুদিন থেকে তুলছে বিরোধীরা। উন্নত দেশগুলোতেও তাই হয়। ভোট গননায় হয়তো একটু বেশি সময় লাগবে, তা লাগুক। কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবে, যে তারা যাকে ভোট দিতে চেয়েছিল, ভোট সেই পেয়েছে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনকে এক হাত নেন কংগ্রেস নেতা। তিনি বলেন, নরেন্দ্র মোদি জি আর নির্বাচন কমিশন ইভিএম মেশিন যখন এতটাই ভালোবাসে, তখন আমাদেরকে ভিভিপ্যাট মেশিনের প্রিন্ট দেওয়া হোক। সেটা আমরা ব্যালট বাক্সে ফেলে আসব।

দিগ্বিজয় বলেন, এই দাবিতে সমস্যাটা কোথায়? ইন্ডিয়া জোট এই নিয়ে আলোচনা করবে বলে আগস্ট মাস থেকে নির্বাচন কমিশনের সময় চাইছে, কিন্তু কমিশনের কাছে সময় নেই। আমাদের কাছে এখন দুটো উপায়। হয় আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে, না হয় পথে নামতে হবে। রাজনৈতিক দল, বিশেষ করে ইন্ডিয়া জোটের এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া দরকার।

ইভিএম এর সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল একটি ভিডিয়োতে। তার জবাবে এক্স হ্যান্ডেলে ইভিএম নিয়ে এই মন্তব্য করেন বর্ষীয়ান নেতা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইভিএম এ বিশ্বাস নেই, ২০০৩ থেকে বলছি : দিগ্বিজয় সিং

আপডেট : ১ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কয়েকদিন আগে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা প্রশ্ন তুলেছিলেন ইভিএম এর সততা নিয়ে। একই প্রসঙ্গে কয়েক সপ্তাহ আগে মুখ খুলেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। রবিবার আবারও একই বার্তা দেন দিগ্বিজয়।

তিনি বলেন, ২০০৩ সাল থেকেই আমি বলছি, ইভিএমে বিশ্বাস নেই। নির্বাচনে স্বচ্ছতা আনতে ইভিএম এর পাশাপাশি ভিভিপ্যাট এর প্রিন্ট ও দেওয়া হোক। আর সেটা ব্যালট বাক্সে ফেলার ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন: ইভিএমের বদলে ব্যালটে ভোটের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

কংগ্রেস নেতা বলেন, আমরা জানতেই পারছি নি আমাদের ভোট কোথায় গিয়ে পড়ছে। দুনিয়াতে এমন কোনও মেশিন নেই, যাতে চিপ লাগানো আছে, অথচ সেটা হ্যাক করা যায় না। এতে সফটওয়্যার যোগ করা আছে। তাকে যা নির্দেশ দেওয়া হবে, তাই করবে। আপনি ‘এ’ টাইপ করলে, সফটওয়্যার ‘এ’ বলবে আর ‘এ’ প্রিন্ট হবে।

আরও পড়ুন: বিজেপির জয়ে কারচুপির অভিযোগ জোরালো করলেন দিগ্বিজয়

তিনি বলেন, সফটওয়্যারকে যদি ‘পদ্ম ছাপ’ চেনানো হয়, এরপর যদি কেউ ‘হাত চিহ্নে’ ভোট দেয় তাহলে ইভিএম কি প্রিন্ট করবে? পদ্ম না হাত? এখন দেখা গেল ভিভিপ্যাট মেশিন কয়েক সেকেন্ডের জন্য আপনাকে হাত চিহ্ন দেখালো, আপনি খুশি হয়ে ফিরে গেলেন, এরপর ভোট গিয়ে পড়ল পদ্মে।

কংগ্রেস নেতা বলেন, ব্যালট পেপারে ভোট করানোর দাবি  বহুদিন থেকে তুলছে বিরোধীরা। উন্নত দেশগুলোতেও তাই হয়। ভোট গননায় হয়তো একটু বেশি সময় লাগবে, তা লাগুক। কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবে, যে তারা যাকে ভোট দিতে চেয়েছিল, ভোট সেই পেয়েছে।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনকে এক হাত নেন কংগ্রেস নেতা। তিনি বলেন, নরেন্দ্র মোদি জি আর নির্বাচন কমিশন ইভিএম মেশিন যখন এতটাই ভালোবাসে, তখন আমাদেরকে ভিভিপ্যাট মেশিনের প্রিন্ট দেওয়া হোক। সেটা আমরা ব্যালট বাক্সে ফেলে আসব।

দিগ্বিজয় বলেন, এই দাবিতে সমস্যাটা কোথায়? ইন্ডিয়া জোট এই নিয়ে আলোচনা করবে বলে আগস্ট মাস থেকে নির্বাচন কমিশনের সময় চাইছে, কিন্তু কমিশনের কাছে সময় নেই। আমাদের কাছে এখন দুটো উপায়। হয় আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে, না হয় পথে নামতে হবে। রাজনৈতিক দল, বিশেষ করে ইন্ডিয়া জোটের এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া দরকার।

ইভিএম এর সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল একটি ভিডিয়োতে। তার জবাবে এক্স হ্যান্ডেলে ইভিএম নিয়ে এই মন্তব্য করেন বর্ষীয়ান নেতা।