০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এটিকে মোহনবাগ ছাড়লেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

মাসুদ আলি
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 87

পুবের কলম ওয়েবডেস্ক : বড় সিদ্ধান্ত নিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এটিকে মোহনবাগান ছাড়লেন সৌরভ। স্বার্থের সংঘাতে জড়িয়ে এর আগেও সমস্যার মুখোমুখি হতে হয়েছে মহারাজকে। তাই এবার সমস্যা তৈরি হবার আগেই সরে দাঁড়ালেন সৌরভ। আইপিএলে দুটি নতুন দল সংযোজিত হবার পর ফের একবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশেষত ৫৬২৫ কোটি টাকায় সিভিসি ক্যাপিটালস আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরেই এই বিতর্কে নতুন মোড় নিয়েছে। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি এই কোম্পানির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন।

আরপিএসজি গ্রুপের লখনউ দল কেনার পর, মিডিয়াতে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বিসিসিআই সভাপতি এবং কোম্পানির পরিচালক হিসাবে স্বার্থের সংঘাতের সম্ভাবনা ছিল, যার পরে গাঙ্গুলি কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। গাঙ্গুলি মনে করেন যে তিনি যদি তাদের সভাপতি থাকাকালীন এই গোষ্ঠীর সাথে থাকেন তবে তার ন্যায্য কাজ করা কঠিন হতে পারে।
সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন RPSG গ্রুপ ৭০৯০ কোটি টাকায় বিড করে লখনউ ফ্র্যাঞ্চাইজি জিতেছে, যখন সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য ৫৬২৫ কোটি টাকায় বিড করেছে। গোয়েঙ্কা দুই বছর ধরে পুনে ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়েন্টস (আরপিএস) এর মালিক।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

কেন হচ্ছে স্বার্থের সংঘাত?

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

সম্প্রতি আই পি এল নিলামে (IPL Auction) আরও দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। একটি আমদাবাদ, অন্যটি লখনউ। আর পি জি গোষ্ঠী লখনউ দলের সত্ব কিনেছে। আই পি এল খেলার যাবতীয় নিয়মনীতি এবং দেখাশোনা দায়িত্ব বর্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। আর এখান থেকেই স্বার্থের সংঘাত শুরু হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (BCCI President)। বোর্ড কর্তা হয়েছে আই পি এল দল কেনা কোনও সংস্থার বোর্ড অফ ডিরেক্টর পদে থাকলে তা নীতি বিরুদ্ধ হয়। সে ক্ষেত্রে খেলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বোর্ড পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন সৌরভ।

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

তিনি দলের পদ ছেড়ে দেওয়ায় এটিকে মোহনবাগানের সমর্থকদের উপর তার কোনও প্রভাব পড়বে কি না সেটাই দেখার। এটাও দেখার যে, সৌরভের অনুপস্থিতিতে ক্লাবের ‘ব্র্যান্ড ইকুইটি’ কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয় কি না। সিরিয়াস ক্রিকেট খেলা শুরুর আগে ফুটবলেই বেশি উৎসাহিত ছিলেন সৌরভ। বার বার জানিয়েছেন, তাঁর প্রথম প্রেম ফুটবল। তাই আইএসএল-এ আরপিএসজি গোষ্ঠী দল কেনার পরে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এটিকে মোহনবাগ ছাড়লেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বড় সিদ্ধান্ত নিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এটিকে মোহনবাগান ছাড়লেন সৌরভ। স্বার্থের সংঘাতে জড়িয়ে এর আগেও সমস্যার মুখোমুখি হতে হয়েছে মহারাজকে। তাই এবার সমস্যা তৈরি হবার আগেই সরে দাঁড়ালেন সৌরভ। আইপিএলে দুটি নতুন দল সংযোজিত হবার পর ফের একবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশেষত ৫৬২৫ কোটি টাকায় সিভিসি ক্যাপিটালস আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরেই এই বিতর্কে নতুন মোড় নিয়েছে। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি এই কোম্পানির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন।

আরপিএসজি গ্রুপের লখনউ দল কেনার পর, মিডিয়াতে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বিসিসিআই সভাপতি এবং কোম্পানির পরিচালক হিসাবে স্বার্থের সংঘাতের সম্ভাবনা ছিল, যার পরে গাঙ্গুলি কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। গাঙ্গুলি মনে করেন যে তিনি যদি তাদের সভাপতি থাকাকালীন এই গোষ্ঠীর সাথে থাকেন তবে তার ন্যায্য কাজ করা কঠিন হতে পারে।
সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন RPSG গ্রুপ ৭০৯০ কোটি টাকায় বিড করে লখনউ ফ্র্যাঞ্চাইজি জিতেছে, যখন সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য ৫৬২৫ কোটি টাকায় বিড করেছে। গোয়েঙ্কা দুই বছর ধরে পুনে ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়েন্টস (আরপিএস) এর মালিক।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

কেন হচ্ছে স্বার্থের সংঘাত?

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

সম্প্রতি আই পি এল নিলামে (IPL Auction) আরও দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। একটি আমদাবাদ, অন্যটি লখনউ। আর পি জি গোষ্ঠী লখনউ দলের সত্ব কিনেছে। আই পি এল খেলার যাবতীয় নিয়মনীতি এবং দেখাশোনা দায়িত্ব বর্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। আর এখান থেকেই স্বার্থের সংঘাত শুরু হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (BCCI President)। বোর্ড কর্তা হয়েছে আই পি এল দল কেনা কোনও সংস্থার বোর্ড অফ ডিরেক্টর পদে থাকলে তা নীতি বিরুদ্ধ হয়। সে ক্ষেত্রে খেলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বোর্ড পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন সৌরভ।

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

তিনি দলের পদ ছেড়ে দেওয়ায় এটিকে মোহনবাগানের সমর্থকদের উপর তার কোনও প্রভাব পড়বে কি না সেটাই দেখার। এটাও দেখার যে, সৌরভের অনুপস্থিতিতে ক্লাবের ‘ব্র্যান্ড ইকুইটি’ কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয় কি না। সিরিয়াস ক্রিকেট খেলা শুরুর আগে ফুটবলেই বেশি উৎসাহিত ছিলেন সৌরভ। বার বার জানিয়েছেন, তাঁর প্রথম প্রেম ফুটবল। তাই আইএসএল-এ আরপিএসজি গোষ্ঠী দল কেনার পরে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।