০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণার দাবিতে হাইকোর্টের রুল

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 254

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণার দাবিতে হাইকোর্টের রুল

পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না কেন; তা জানতে চেয়ে বাংলাদেশের হাই কোর্ট একটি রুল জারি করেছে। সোমবার, ১৪ জুলাই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, অভ্যুত্থান চলাকালীন নিহত শহীদদের একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য তালিকা তৈরি করে কেন তা সরকারি গেজেটে প্রকাশের নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক ওরফে ‘হোয়াইট ম্যান’ একটি রিট দায়ের করেন। রিটে অধ্যাপক ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ এবং তাঁদের জাতীয় শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণার দাবিতে হাইকোর্টের রুল

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না কেন; তা জানতে চেয়ে বাংলাদেশের হাই কোর্ট একটি রুল জারি করেছে। সোমবার, ১৪ জুলাই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, অভ্যুত্থান চলাকালীন নিহত শহীদদের একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য তালিকা তৈরি করে কেন তা সরকারি গেজেটে প্রকাশের নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ, এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক ওরফে ‘হোয়াইট ম্যান’ একটি রিট দায়ের করেন। রিটে অধ্যাপক ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ এবং তাঁদের জাতীয় শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছিল।