২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা
ইমামা খাতুন
- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 391
পুবের কলম, ওয়েব ডেস্ক: এসএসসি-র ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেল থেকে চাকরি হারানো গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানের ক্ষেত্রে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ জানায়, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তাঁদের কোনও ভাতা দেওয়া যাবে না। এর আগে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, এবার তার মেয়াদ আরও বাড়ানো হলো।
রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ C কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ D কর্মীদের মাসে ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে মামলাকারীদের দাবি, এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আদালত সেই যুক্তি খতিয়ে দেখে ভাতা দেওয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত বজায় রাখল।



















































