নেতাজির প্রাপ্য সন্মান দিয়েছে কেন্দ্র দাবি রাজনাথের, নাম না করে ফের কটাক্ষ কংগ্রেসকে
- আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: নেতাজি সুভাচন্দ্র বসুই অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী। শুক্রবার রাজনাথ সিংয়ের মুখে এভাবেই শোনা গেল নেতাজি বন্দনা।ব্রিটিশ ভারতে সুভাষই আজাদহিন্দ সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। এরসঙ্গে রাজনাথ আরও যোগ করেন ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নেতাজির প্রাপ্য সম্মান দিতে শুরু করেন প্রধানমন্ত্রী
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের কথায় রাজনাথের মূল উদ্দেশ্য ছিলই নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করা। রাজনাথের কথায় ”একটা সময় ছিল যখন স্বাধীন ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানকে হয় ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া হত নয়তো যথাযথ সম্মান দেওয়া হত না।
দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনাথ বসু পরিবারের সঙ্গে দেখা করেন একাধিকবার। কেন্দ্রের মোদি সরকার কমপক্ষে ৩০০টি গোপন নথি প্রকাশ্যে এনেছে। রাজনাথ বলেন ”অনেকের কাছেই তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। কিন্তু অনেকেই এটা জানেন না, নেতাজিই অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী।”