০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসারের চিকিৎসা ও রোগীর হালহকিকত জানতে বিশেষ অ্যাপ আনছে স্বাস্থ্যভবন

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 175

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে নানান পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই প্রায় সব মহকুমাতে তৈরি হয়েছে সুপারস্পেশালিটি হাসপাতাল। গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর দিকেও নজর দেওয়া হয়েছে। এরই  মধ্যে একটি অনন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসকরা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ধরনের ক্যানসার রোগী ও তাদের বর্তমান স্বাস্থ্যের অবস্থা বিশদে জানতে পারবেন।

 

আরও পড়ুন: কেমো ছাড়াই ক্যানসার কোষকে সুস্থ কোষে রূপান্তর: দক্ষিণ কোরিয়ার যুগান্তকারী আবিষ্কার

জানা গিয়েছে, নতুন অ্যাপসটি ক্যানসার রোগীদের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। বর্তমানে রাজ্যে কতজন ক্যানসার রোগী রয়েছেন, বিশেষ করে রোগীদের মধ্যে কতজন স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার বা মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন তার বিস্তারিত তথ্য থাকবে। কারা কোথায় চিকিৎসাধীন, কতজন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাও জানতে পারবেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। জানা গিয়েছে, বিশেষ অ্যাপস ও সফটওয়্যারটি রোগীদের স্বাস্থ্যের অবস্থার তথ্যও দেখাবে। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভৌগোলিক অবস্থান সম্পর্কেও তথ্য পাবেন। স্বাভাবিকভাবে কোথায় বেশি ক্যানসারের রোগী রয়েছে, তা জানা যানে।

আরও পড়ুন: জুন থেকেই রোবোটিক সার্জারি চালু হচ্ছে এসএসকেএমে 

 

আরও পড়ুন: অবশেষে স্যালাইন কাণ্ডে চিকিৎসাধীন প্রসূতি মারা গেলেন কলকাতার এসএসকেএম-এ

সূত্রের খবর, প্রাথমিক স্তরে রাজ্যের প্রায় ১০টি মেডিক্যাল কলেজ এই সফটওয়্যার চালু করছে। যা ক্যানসার রোগীদের সম্পর্কিত তথ্য নিবন্ধন করবে এবং এই ডেটাগুলি স্বাস্থ্যভবনে পাঠানো হবে। বিশেষ সফটওয়্যারটি তৈরি করেছে স্বাস্থ্য দফতরের আইটি সেল। একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হাসপাতাল থেকে সফটওয়্যার দেখে রোগী সম্পর্কিত ডেটা, প্রেসক্রিপশন এবং চিকিৎসার পদ্ধতি জানতে পারবেন। এনআরএস হাসপাতালের রেডিয়োথেরাপি অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শ্রীকৃষ্ণ মণ্ডল অ্যাপ্লিকেশনটি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছেন।

 

প্রসঙ্গত, কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গত মাসে অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে প্রতিবেশী ঝাড়খণ্ডের একজন ব্লাড ক্যানসার রোগীকে সুস্থ করা হয়েছে। যা চিকিৎসাজগতে একটি অসামান্য কীর্তি বলে মনে করছেন চিকিৎসকরা। অন্য হাসপাতালে এটি করাতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ হত, কিন্তু এনআরএস-এ তা মাত্র আড়াই মাসের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যানসারের চিকিৎসা ও রোগীর হালহকিকত জানতে বিশেষ অ্যাপ আনছে স্বাস্থ্যভবন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে নানান পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই প্রায় সব মহকুমাতে তৈরি হয়েছে সুপারস্পেশালিটি হাসপাতাল। গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর দিকেও নজর দেওয়া হয়েছে। এরই  মধ্যে একটি অনন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসকরা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ধরনের ক্যানসার রোগী ও তাদের বর্তমান স্বাস্থ্যের অবস্থা বিশদে জানতে পারবেন।

 

আরও পড়ুন: কেমো ছাড়াই ক্যানসার কোষকে সুস্থ কোষে রূপান্তর: দক্ষিণ কোরিয়ার যুগান্তকারী আবিষ্কার

জানা গিয়েছে, নতুন অ্যাপসটি ক্যানসার রোগীদের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। বর্তমানে রাজ্যে কতজন ক্যানসার রোগী রয়েছেন, বিশেষ করে রোগীদের মধ্যে কতজন স্তন ক্যানসার, জরায়ুর ক্যানসার বা মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন তার বিস্তারিত তথ্য থাকবে। কারা কোথায় চিকিৎসাধীন, কতজন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাও জানতে পারবেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। জানা গিয়েছে, বিশেষ অ্যাপস ও সফটওয়্যারটি রোগীদের স্বাস্থ্যের অবস্থার তথ্যও দেখাবে। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভৌগোলিক অবস্থান সম্পর্কেও তথ্য পাবেন। স্বাভাবিকভাবে কোথায় বেশি ক্যানসারের রোগী রয়েছে, তা জানা যানে।

আরও পড়ুন: জুন থেকেই রোবোটিক সার্জারি চালু হচ্ছে এসএসকেএমে 

 

আরও পড়ুন: অবশেষে স্যালাইন কাণ্ডে চিকিৎসাধীন প্রসূতি মারা গেলেন কলকাতার এসএসকেএম-এ

সূত্রের খবর, প্রাথমিক স্তরে রাজ্যের প্রায় ১০টি মেডিক্যাল কলেজ এই সফটওয়্যার চালু করছে। যা ক্যানসার রোগীদের সম্পর্কিত তথ্য নিবন্ধন করবে এবং এই ডেটাগুলি স্বাস্থ্যভবনে পাঠানো হবে। বিশেষ সফটওয়্যারটি তৈরি করেছে স্বাস্থ্য দফতরের আইটি সেল। একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হাসপাতাল থেকে সফটওয়্যার দেখে রোগী সম্পর্কিত ডেটা, প্রেসক্রিপশন এবং চিকিৎসার পদ্ধতি জানতে পারবেন। এনআরএস হাসপাতালের রেডিয়োথেরাপি অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শ্রীকৃষ্ণ মণ্ডল অ্যাপ্লিকেশনটি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছেন।

 

প্রসঙ্গত, কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গত মাসে অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে প্রতিবেশী ঝাড়খণ্ডের একজন ব্লাড ক্যানসার রোগীকে সুস্থ করা হয়েছে। যা চিকিৎসাজগতে একটি অসামান্য কীর্তি বলে মনে করছেন চিকিৎসকরা। অন্য হাসপাতালে এটি করাতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ হত, কিন্তু এনআরএস-এ তা মাত্র আড়াই মাসের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।