০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাহুল গান্ধির দু’বছর জেলের শাস্তির বিরুদ্ধে ‘আপিল মামলার শুনানি সোমবার

ইমামা খাতুন
  • আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 36

পুবের কলম,ওয়েবডেস্ক: এক মানহানির মামলায় দু’বছরের  কারাদণ্ডের শাস্তি দিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে গুজরাতের  এক ম্যাজিস্ট্রেট  আদালত। সেই রায়ের বিরুদ্ধে সুরাতের সেশন আদালতে আপিল করেছেন রাহুল গান্ধি। সোমবার অর্থাৎ ৩ মার্চ এই আপিল মামলার শুনানি করতে পারে সুরাতের সেশন আদালত বলে সূত্রের খবরে প্রকাশ।

গত ২৩ মার্চ মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯  সালের রাহুল গান্ধির এক মন্তব্যের জন্য একটি অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের সর্বোচ্চ কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন।

রাহুল গান্ধি একটি সভায় মন্তব্য করেছিলেন ‘চোরেদের পদবী মোদি  হয় কেন? যেমন নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।’ এই মন্তব্যের জন্য বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি মানহানির মামলা করেন রাহুল গান্ধির বিরুদ্ধে।

রাহুল গান্ধি উক্ত মন্তব্য করেছিলেন ২০১৯ সালের লোকসভা প্রচারের সময় কর্নাটকের কোলারের এক জনসভায়। কিন্তু তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল গুজরাতের গুজরাতের একটি ম্যাজিস্ট্রেটের আদালতে। রাহুল গান্ধিকে ম্যাজিস্ট্রেটের আদালত সর্বোচ্চ দু’বছরের কারাদণ্ডের অব্যবহিত পরে লোকসভা স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন।

গত ২৩ মার্চের ম্যাজিস্ট্রেটের রায়ে ১৫ হাজার টাকার বন্ডে রাহুল  গান্ধিকে একমাসের জন্য এই মামলায় জামিন নেওয়া হয় যাতে উক্ত রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল জানাতে পারেন। এতদিন রাহুল গান্ধি তাঁর শাস্তির বিরুদ্ধে আপিল দায়ের করছিলেন না বলে বিজেপির মধ্যে একটি রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছিল। গেরুয়া শিবির মনে করেছিল তবে কি রাহুল গান্ধি জেলেই যেতে মনস্থির করেছেন।

যদি তাই হয় তাহলে কর্নাটকে নির্বাচনসভা নির্বাচনের আগে রাহুলের জেল যাওয়ায় মানুষের সমস্ত সহানুভূতি চলে যাবে রাহুলের দিকে। প্রসঙ্গত, পাটনায় ২০১৯ সালে একটি মন্তব্যের জন্য রাহুল গান্ধির বিরুদ্ধে একটি মামলা করেছিলেন সুশীল কুমার মোদি। সেই মামলায় পাটনার একটি আদালত রাহুল গান্ধিকে আগামী ১২ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে।

তাছাড়া রাহুল গান্ধির বিরুদ্ধে আরও একটি মানহানর মামলা দায়ের করা হয়েছে হরিদ্বার আদালতে। জানুয়ারি মাসে তাঁর ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধি আরএসএস-এর তুলনা করেছিলেন মহাভারতের কৌরবদের সঙ্গে। তিনি বলেছিলেন, আধুনিক যুগের কৌরব হল আরএসএস। আরএসএস কর্মী কমল ভাদুড়িয়ার নালিশে মামলা করেছেন আইনজীবী অরুণ ভাদুড়িয়া। এই মানহানির মামলার শুনানি হবে আগামী ১২ এপ্রিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুল গান্ধির দু’বছর জেলের শাস্তির বিরুদ্ধে ‘আপিল মামলার শুনানি সোমবার

আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এক মানহানির মামলায় দু’বছরের  কারাদণ্ডের শাস্তি দিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে গুজরাতের  এক ম্যাজিস্ট্রেট  আদালত। সেই রায়ের বিরুদ্ধে সুরাতের সেশন আদালতে আপিল করেছেন রাহুল গান্ধি। সোমবার অর্থাৎ ৩ মার্চ এই আপিল মামলার শুনানি করতে পারে সুরাতের সেশন আদালত বলে সূত্রের খবরে প্রকাশ।

গত ২৩ মার্চ মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯  সালের রাহুল গান্ধির এক মন্তব্যের জন্য একটি অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের সর্বোচ্চ কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন।

রাহুল গান্ধি একটি সভায় মন্তব্য করেছিলেন ‘চোরেদের পদবী মোদি  হয় কেন? যেমন নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।’ এই মন্তব্যের জন্য বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি মানহানির মামলা করেন রাহুল গান্ধির বিরুদ্ধে।

রাহুল গান্ধি উক্ত মন্তব্য করেছিলেন ২০১৯ সালের লোকসভা প্রচারের সময় কর্নাটকের কোলারের এক জনসভায়। কিন্তু তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল গুজরাতের গুজরাতের একটি ম্যাজিস্ট্রেটের আদালতে। রাহুল গান্ধিকে ম্যাজিস্ট্রেটের আদালত সর্বোচ্চ দু’বছরের কারাদণ্ডের অব্যবহিত পরে লোকসভা স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন।

গত ২৩ মার্চের ম্যাজিস্ট্রেটের রায়ে ১৫ হাজার টাকার বন্ডে রাহুল  গান্ধিকে একমাসের জন্য এই মামলায় জামিন নেওয়া হয় যাতে উক্ত রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল জানাতে পারেন। এতদিন রাহুল গান্ধি তাঁর শাস্তির বিরুদ্ধে আপিল দায়ের করছিলেন না বলে বিজেপির মধ্যে একটি রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছিল। গেরুয়া শিবির মনে করেছিল তবে কি রাহুল গান্ধি জেলেই যেতে মনস্থির করেছেন।

যদি তাই হয় তাহলে কর্নাটকে নির্বাচনসভা নির্বাচনের আগে রাহুলের জেল যাওয়ায় মানুষের সমস্ত সহানুভূতি চলে যাবে রাহুলের দিকে। প্রসঙ্গত, পাটনায় ২০১৯ সালে একটি মন্তব্যের জন্য রাহুল গান্ধির বিরুদ্ধে একটি মামলা করেছিলেন সুশীল কুমার মোদি। সেই মামলায় পাটনার একটি আদালত রাহুল গান্ধিকে আগামী ১২ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে।

তাছাড়া রাহুল গান্ধির বিরুদ্ধে আরও একটি মানহানর মামলা দায়ের করা হয়েছে হরিদ্বার আদালতে। জানুয়ারি মাসে তাঁর ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধি আরএসএস-এর তুলনা করেছিলেন মহাভারতের কৌরবদের সঙ্গে। তিনি বলেছিলেন, আধুনিক যুগের কৌরব হল আরএসএস। আরএসএস কর্মী কমল ভাদুড়িয়ার নালিশে মামলা করেছেন আইনজীবী অরুণ ভাদুড়িয়া। এই মানহানির মামলার শুনানি হবে আগামী ১২ এপ্রিল।