১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে সোমবার ডিএ মামলার শুনানি

পারিজাত মোল্লা:  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বহু চর্চিত  ডিএ মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। হাতে মাত্র কয়েক দিন,  টানটান উদ্দীপনা রয়েছে সরকারি কর্মীদের।  রাজ্যের বহু সরকারি কর্মচারী তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের  দিকে। গত মাসে রাজ্যের ডিএ  বা মহার্ঘ ভাতা মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে রাজ্যের ডিএ মামলা গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে।

বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে রয়েছে  শুনানি । গত ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি ছিল। তবে  সেদিন বিচারপতি মাহেশ্বরী অনুপস্থিত থাকায় দুই বাঙালি বিচারপতির বেঞ্চে যায় এই মামলা। বিচারপতি হৃষিকেশ রায় ও সুপ্রিম কোর্টে নবনিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানির শুরুতেই দুই বিচারপতি জানিয়ে দেন, -‘তাঁরা মামলা থেকে সরে যাচ্ছেন’।

আরও পড়ুন: মায়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলার শুনানি শুরু

নতুন বেঞ্চে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলা হওয়ার কথা ছিল। সেই মতোই এই মামলা গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। ১৬ জানুয়ারি  রাজ্যের ডিএ মামলার শুনানি হবে। গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে শুনানি হয়েছিল এই বেঞ্চেই।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য , রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দে মত, সরকারকে ৩১ শতাংশ হারে ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। তারপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।আগামী সোমবার এই মামলার সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে আছে অনেকেই।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে সোমবার ডিএ মামলার শুনানি

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বহু চর্চিত  ডিএ মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। হাতে মাত্র কয়েক দিন,  টানটান উদ্দীপনা রয়েছে সরকারি কর্মীদের।  রাজ্যের বহু সরকারি কর্মচারী তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের  দিকে। গত মাসে রাজ্যের ডিএ  বা মহার্ঘ ভাতা মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে রাজ্যের ডিএ মামলা গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে।

বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে রয়েছে  শুনানি । গত ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি ছিল। তবে  সেদিন বিচারপতি মাহেশ্বরী অনুপস্থিত থাকায় দুই বাঙালি বিচারপতির বেঞ্চে যায় এই মামলা। বিচারপতি হৃষিকেশ রায় ও সুপ্রিম কোর্টে নবনিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানির শুরুতেই দুই বিচারপতি জানিয়ে দেন, -‘তাঁরা মামলা থেকে সরে যাচ্ছেন’।

আরও পড়ুন: মায়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলার শুনানি শুরু

নতুন বেঞ্চে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলা হওয়ার কথা ছিল। সেই মতোই এই মামলা গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। ১৬ জানুয়ারি  রাজ্যের ডিএ মামলার শুনানি হবে। গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে শুনানি হয়েছিল এই বেঞ্চেই।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য , রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দে মত, সরকারকে ৩১ শতাংশ হারে ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। তারপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।আগামী সোমবার এই মামলার সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে আছে অনেকেই।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের