২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবার পিছিয়ে গেল উমর খালিদের মামলার শুনানি, পরবর্তী তারিখ ৩১ জানুয়ারি

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 83

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘তারিখ পে তারিখ’ কথাটা উমর খালিদের ক্ষেত্রে ভালোমতই খাটছে। গত বছর জুন মাসে জেলে ১০০০ দিন পার করেছে উমর। এখনও সে বন্দী। বুধবার সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হল না। আবার নতুন করে শুনানির তারিখ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৩১ জানুয়ারি শোনা হবে তার মামলা।

বিচারপতি বেলা এম ত্রিবেদী ও উজ্বল ভুঁইয়ার বেঞ্চ জানায়, দুপুরের পর তাদের বেঞ্চ বন্ধ থাকবে। তাই আজ আর শোনা হবে না খালিদের মামলা।

আরও পড়ুন: ফের উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ

এই প্রথম নয়, এর আগে বহুবার বিভিন্নভাবে পিছিয়েছে খালিদের মামলার শুনানি। গতবছর ৯ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র নিজেকে খালিদের মামলা থেকে সরিয়ে নেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

মোদি সরকারের সিএএ ও এনআরসির প্রতিবাদে ২০২০ সালে উত্তাল হয়েছিল দিল্লি।  সেখানে সংঘর্ষ শুরু হয়ে যায়। সিএএ ও এনআরসির প্রতিবাদ মিছিলে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছিলেন খালিদ। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। জামিন পেতে যাতে সমস্যা হয়, সেই কারণেই তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়। আর তার জন্য আজও জেলবন্দী উমর খালিদ। জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা ওই বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ ও এমফিল ডিগ্রি পেয়েছেন।

আরও পড়ুন: সাতদিনের মুক্তি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটালেন উমর খালিদ, ছবি শেয়ার করলেন বান্ধবী বনজ্যোৎস্না   

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার পিছিয়ে গেল উমর খালিদের মামলার শুনানি, পরবর্তী তারিখ ৩১ জানুয়ারি

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘তারিখ পে তারিখ’ কথাটা উমর খালিদের ক্ষেত্রে ভালোমতই খাটছে। গত বছর জুন মাসে জেলে ১০০০ দিন পার করেছে উমর। এখনও সে বন্দী। বুধবার সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হল না। আবার নতুন করে শুনানির তারিখ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৩১ জানুয়ারি শোনা হবে তার মামলা।

বিচারপতি বেলা এম ত্রিবেদী ও উজ্বল ভুঁইয়ার বেঞ্চ জানায়, দুপুরের পর তাদের বেঞ্চ বন্ধ থাকবে। তাই আজ আর শোনা হবে না খালিদের মামলা।

আরও পড়ুন: ফের উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ

এই প্রথম নয়, এর আগে বহুবার বিভিন্নভাবে পিছিয়েছে খালিদের মামলার শুনানি। গতবছর ৯ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র নিজেকে খালিদের মামলা থেকে সরিয়ে নেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

মোদি সরকারের সিএএ ও এনআরসির প্রতিবাদে ২০২০ সালে উত্তাল হয়েছিল দিল্লি।  সেখানে সংঘর্ষ শুরু হয়ে যায়। সিএএ ও এনআরসির প্রতিবাদ মিছিলে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছিলেন খালিদ। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। জামিন পেতে যাতে সমস্যা হয়, সেই কারণেই তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়। আর তার জন্য আজও জেলবন্দী উমর খালিদ। জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা ওই বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ ও এমফিল ডিগ্রি পেয়েছেন।

আরও পড়ুন: সাতদিনের মুক্তি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটালেন উমর খালিদ, ছবি শেয়ার করলেন বান্ধবী বনজ্যোৎস্না