ইউরোপে তীব্র দাবদাহে ১০ দিনে প্রায় ২৩০০ জনের মৃত্যু
- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 131
পুবের কলম,ওয়েবডেস্ক: গত মাসের শেষ দিকে ইউরোপের একাধিক শহরে স্মরণীয় তাপদাহ দেখা গেছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতর হচ্ছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, মাত্র ১০ দিনে ইউরোপের ১২টি শহরে অন্তত ২৩০০ জন মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে প্রায় ১৫০০ জনের মৃত্যু সরাসরি উষ্ণায়নের প্রভাবেই ঘটেছে।
গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতালির মিলান শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ৩১৭ জনের মৃত্যু জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস এবং স্পেনের বার্সেলোনা শহরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইংল্যান্ডের লন্ডনে ২৭৩ জন মারা গেছেন, যাদের মধ্যে ১৭১ জনের মৃত্যু দাবদাহের সরাসরি প্রভাব বলে ধরা হয়েছে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ম্যালকম মিসট্রি বলেন, তদাবদাহকে ‘নীরব ঘাতক’ বলা হয় কারণ এর প্রকৃত প্রভাব অনেক সময় আড়ালে থেকে যায়।দ তিনি আরও জানান, যদিও স্পেন, ফ্রান্স ও ইতালিতে হাতে গোনা কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তীব্র তাপমাত্রার কারণে বাস্তবে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবদাহের প্রকোপ ভবিষ্যতে আরও বাড়তে থাকবে, যা মানবজীবন এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলবে। এই স্বাস্থ্য সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের কাছে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইউরোপের এসব শহরের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত ঝুঁকি নয়, মানবস্বাস্থ্যের জন্যও একটি বড় চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। সময়োপযোগী ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে এর প্রভাব আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
































