দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

- আপডেট : ২২ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
- / 17
পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল বর্ষণের আভাস দিয়েছে। কমলা সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আগামী ২৪ ও ২৫ আগস্ট পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, প্রবল বর্ষণ হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ধস নামতে পারে পাহাড়ে। উত্তরবঙ্গের নদীগুলিতেও জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।