নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের

- আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
- / 270
পুবের কলম ওয়েবডেস্ক: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই বৃষ্টির সতর্কতা। ওড়িশা লাগোয়া সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। বৃহস্পতি ও শুক্রতেই রাজ্যে সব থেকে বৃষ্টি হতে পারে বলে খবর। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। সতর্ক রয়েছে প্রশাসন। সমুদ্র সৈকতে নামতে নিষেধ করা হচ্ছে। চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বুধবার থেকে তাঁরা যাতে আর গভীর সমুদ্রে না যান তার জন্য মাইকিং করা হচ্ছে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সমুদ্রে।
বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১০ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান দুর্যোগের ঘনঘটা বেশি দেখা যেতে পারে। শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সাত জেলাতে। তালিকায় দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলি। এই সব জেলাতেই ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার-শনিবার বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গে এমনটাই জানিয়ে আবহাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও থাকছে।