নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও সাত জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

- আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 28
পুবের কলম ওয়েবডেস্ক : বেশ কয়েকদিন থেকে আকাশের মুখ প্রায়শই ভার হয়েই থাকছে। বৃষ্টি যেন আর থামতেই চাইছেনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে, রাজ্যের প্রায় সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার ঝড়বৃষ্টি লেগেই আছে। সুত্রের খবর, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করে আছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে পারছে। আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাকি জেলাগুলিতে কমবেশি দুর্যোগ চলবে।
বৃষ্টির পাশে পাশে থাকবে ঝোড়ো হাওয়া-ও। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩১শ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতিরও আশঙ্কা রয়েছে।
কিন্তু এখনই দুর্যোগ থামছে না উত্তরবঙ্গে। আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। আবহাওয়া সূত্রে খবর, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে।
আরও জানা গেছে, আগামী বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সুত্রের খবর, এই বছর এখনও পর্যন্ত কলকাতা পুরসভা এলাকায় স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।