০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের ক্ষুদ্রতম মানুষ ২০ বছরের যুবক আফসিন গাদেরজাদেহের নাম উঠেছে গিনেস বুক অফ রেকর্ডে। ইরানের এই ২০ বছর বয়সী যুবকের উচ্চতা মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম। আফসিনের বাম হাতের পরিমাপ ৬.৭ সেমি (২.৬৩ ইঞ্চি) এবং তার ডান হাত ৬.৪ সেমি (২.৫১ ইঞ্চি)। তার হাত একজন পূর্ণবয়স্ক মানুষের থেকে তিনহাত গুণ ছোট।

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আরও পড়ুন: পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে চতুর্থতম ক্ষুদ্র মানুষ হলেন আফসিন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টিতে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি। কুর্দি ও পার্সি দুই ভাষাতেই কথা বলতে পারেন। গিনেস বুক অফ রেকর্ডে নাম ওঠার পর থেকেই আফসিন বহু দেশ ভ্রমণ করেছেন, এর মধ্য অন্যতম হল বুর্জ খলিফা। সম্প্রতি ইতালির মিলানের এই টেলিভিশনে অনুষ্ঠিত একটি ট্যালেন্ট শো’তে তিনি পুরস্কৃত হয়েছেন।

আরও পড়ুন: জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান!

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র

উল্লেখ্য, দুবাইয়ের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অফিসে যাওয়ার কয়েকদিন পরেই এই খেতাব অর্জন করেন তিনি, তবে তার আগে তিনবার তার উচ্চতা পরিমাপ করে রেকর্ডের হিসাব রাখে এই প্রতিষ্ঠানটি। আফসিনের প্রিয় কাজ টম অ্যান্ড জেরির মতো কার্টুন দেখা, নাচ এবং নিজের প্রিয় ফুটবল দলকে সমর্থন জোগানো। তার একজন বন্ধু আছে যে তাকে একটা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট চালাতে সাহায্য করেন, কারণ তার পক্ষে দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে হেঁটে চলে বেড়ানো একটি কঠিন কাজ। তবে আফসিনের ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু ক্ষুদ্র চেহারার জন্য আফসিনকে বহু উপহাসের মুখোমুখি পড়তে হয়েছে। এমনকি স্কুলও ছাড়তে হয়েছিল তাকে।

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

বাবা ইসমাইল গদরজাদেহ জানান, ‘ওর (আফসিন) শারীরিক দুর্বলতা আর চিকিৎসার জন্যই ওকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল।
আফসিন গাদেরজাদেহের পছন্দসই জামা-কাপড় খুঁজে পাওয়া যায় না। আর বাচ্চাদের পোশাকও তার কাছে শিশুসুলভ বলে মনে হয়। এর জন্য তাকে আলাদা করে পোশাক বানিয়ে নিতে হয়।

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আফসিনের শারীরিক অসুস্থতার জন্য ভালো চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে থাকা আফসিনের আকৃতির জন্য চাকরি খুঁজে বের করা প্রায় অসম্ভব। তবে হাল ছাড়তে নারাজ আফসিন। চলা হাঁটা সবেতেই স্বাচ্ছন্দ্য তিনি। বন্ধুদের সঙ্গে মজা করতেও ভালোবাসেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের ক্ষুদ্রতম মানুষ ২০ বছরের যুবক আফসিন গাদেরজাদেহের নাম উঠেছে গিনেস বুক অফ রেকর্ডে। ইরানের এই ২০ বছর বয়সী যুবকের উচ্চতা মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম। আফসিনের বাম হাতের পরিমাপ ৬.৭ সেমি (২.৬৩ ইঞ্চি) এবং তার ডান হাত ৬.৪ সেমি (২.৫১ ইঞ্চি)। তার হাত একজন পূর্ণবয়স্ক মানুষের থেকে তিনহাত গুণ ছোট।

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আরও পড়ুন: পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে চতুর্থতম ক্ষুদ্র মানুষ হলেন আফসিন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টিতে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি। কুর্দি ও পার্সি দুই ভাষাতেই কথা বলতে পারেন। গিনেস বুক অফ রেকর্ডে নাম ওঠার পর থেকেই আফসিন বহু দেশ ভ্রমণ করেছেন, এর মধ্য অন্যতম হল বুর্জ খলিফা। সম্প্রতি ইতালির মিলানের এই টেলিভিশনে অনুষ্ঠিত একটি ট্যালেন্ট শো’তে তিনি পুরস্কৃত হয়েছেন।

আরও পড়ুন: জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান!

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র

উল্লেখ্য, দুবাইয়ের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অফিসে যাওয়ার কয়েকদিন পরেই এই খেতাব অর্জন করেন তিনি, তবে তার আগে তিনবার তার উচ্চতা পরিমাপ করে রেকর্ডের হিসাব রাখে এই প্রতিষ্ঠানটি। আফসিনের প্রিয় কাজ টম অ্যান্ড জেরির মতো কার্টুন দেখা, নাচ এবং নিজের প্রিয় ফুটবল দলকে সমর্থন জোগানো। তার একজন বন্ধু আছে যে তাকে একটা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট চালাতে সাহায্য করেন, কারণ তার পক্ষে দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে হেঁটে চলে বেড়ানো একটি কঠিন কাজ। তবে আফসিনের ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু ক্ষুদ্র চেহারার জন্য আফসিনকে বহু উপহাসের মুখোমুখি পড়তে হয়েছে। এমনকি স্কুলও ছাড়তে হয়েছিল তাকে।

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

বাবা ইসমাইল গদরজাদেহ জানান, ‘ওর (আফসিন) শারীরিক দুর্বলতা আর চিকিৎসার জন্যই ওকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল।
আফসিন গাদেরজাদেহের পছন্দসই জামা-কাপড় খুঁজে পাওয়া যায় না। আর বাচ্চাদের পোশাকও তার কাছে শিশুসুলভ বলে মনে হয়। এর জন্য তাকে আলাদা করে পোশাক বানিয়ে নিতে হয়।

উচ্চতা ২ ফুট ১.৬ ইঞ্চি, ওজন ৬.৫ কিলোগ্রাম! বিশ্বের ক্ষুদ্রতম যুবক আফসিন গাদেরজাদেহ

আফসিনের শারীরিক অসুস্থতার জন্য ভালো চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে থাকা আফসিনের আকৃতির জন্য চাকরি খুঁজে বের করা প্রায় অসম্ভব। তবে হাল ছাড়তে নারাজ আফসিন। চলা হাঁটা সবেতেই স্বাচ্ছন্দ্য তিনি। বন্ধুদের সঙ্গে মজা করতেও ভালোবাসেন।